Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

সালিশি সভার নামে এক মহিলার উপর অকথ্য অত্যাচার, ধৃত জামালউদ্দিন সরদারের পুলিশ হেফাজত

ইমামা খাতুন

Published: 20 July, 2024, 07:58 PM
সালিশি সভার নামে এক মহিলার উপর অকথ্য অত্যাচার, ধৃত জামালউদ্দিন সরদারের পুলিশ হেফাজত

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর  : এবার পুলিশের জালে জামাল। তিন দিনের চেষ্টায় শুক্রবার রাতে কলকাতার লেদার কমপ্লেক্স ও নরেন্দ্রপুর থানার বর্ডার এলাকা থেকে গ্রেফতার করা হয় জামালকে।

গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবারই তাকে সোনারপুর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। নিজেদের হেফাজতের নেওয়ার আবেদেন করে এদিন পুলিশ । উল্লেখ্য,গত ৭ই জুলাই দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা জামালউদ্দিনের বিরুদ্ধে সোনারপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ ছিল, সালিশি সভার নামে এক মহিলার পায়ে শিকল বেঁধে মারধর করা হয়েছে। 

ওই ঘটনায় জামালের দুই সঙ্গী মুজিদ খাঁ এবং অরবিন্দ সর্দারকে আগেই গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ। কিন্তু মঙ্গলবার থেকে জামাল পলাতক ছিল। কিন্তু পালিয়ে ও তাঁর শেষরক্ষা হল না। শুক্রবার রাতে পুলিশের হাতে ধরা পড়ে জামাল।

গ্রামবাসীরা জামালের বিরুদ্ধে সালিশি সভা বসিয়ে হেনস্থা, তোলাবাজির অভিযোগ এনেছে। পুলিশ জামালকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায়। তবে বারুইপুর মহকুমা আদালত চত্বরে ধৃত জামাল এদিন বলেন,সরকারি জমি দখলের প্রতিবাদ করায় আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।নিজের জীবন ও পরিবারের জীবন  বাঁচাতে আমি পালিয়ে ছিলাম।
 


 

Leave a comment