Mon, September 30, 2024

ই-পেপার দেখুন

রেলওয়ের জায়গায় অন‍্য রাজনৈতিক দলের পার্টি অফিস ভাঙা পড়লেও, বিজেপি পার্টি অফিস বহাল তবিয়তে

Bipasha Chakraborty

Published: 20 July, 2024, 02:37 PM
রেলওয়ের জায়গায় অন‍্য রাজনৈতিক দলের পার্টি অফিস ভাঙা পড়লেও, বিজেপি পার্টি অফিস বহাল তবিয়তে


 

দেবশ্রী মজুমদার, রামপুরহাট:  রেলওয়ের জায়গাই অন‍্য রাজনৈতিক দলের পার্টি অফিস ভাঙা পড়লেও, বিজেপি পার্টি অফিস বহাল তবিয়তে। ভারতীয় রেলওয়ে আধিকারিকরা বিজেপির দালালী করছে এমন অভিযোগ তুলছেন বীরভূমের রামপুরহাটের সাধারণ মানুষ । রামপুরহাটে দফায় দফায় রেলওয়ের জায়গাই হকারদের দোকান পাট উচ্ছেদ হয়েছে। এমনকি উচ্ছেদের মুখে কংগ্রেস, সিপিএম সহ রাজ‍্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দিয়েছে রেলওয়ে পুলিশ।  

অথচ  রামপুরহাটে রেলের জায়গায় বিজেপি পার্টি অফিস এখনো বহাল তবিয়তে আছে। এন ডি এ সরকার নেতৃত্বাধীন ভারতীয় রেলওয়ের এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে মুখ খুলেছেন বিভিন্ন মানুষ।

ফুটপাত ব‍্যবসায়ী সাহাজাদা কিনু বলেন,   আমরা রেলওয়ের পক্ষপাতিত্বের বিরুদ্ধে আন্দোলনে নামব। তিনি আরও বলেন, রামপুরহাটে রেলের জায়গার উপর যে সব গরিব অসহায় ফুটপাত ব্যবসায়ীরা  এতোদিন ব্যবসা করছিলেন। রেলের পক্ষ থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে রেলের জায়গায় অবস্থিত বিজেপি পার্টি অফিস এখনো বহাল তবিয়তে আছে। রেলের আধিকারিক এবং আরপিএফ এর নির্লজ্জ দালালী ছাড়া এটা আর কিছু নয় বলে তিনি জানান। আমরা এর বিরুদ্ধে সমস্ত উচ্ছেদ হওয়া ফুটপাত ব্যবসায়ীদের নিয়ে রেলের আধিকারিকদের বিরুদ্ধে আন্দোলনে নামবো।

Leave a comment