Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

বারাসত ওয়াকফ জামে মসজিদে আশুরার আলোচনা সভা

Bipasha Chakraborty

Published: 17 July, 2024, 05:26 PM
বারাসত ওয়াকফ জামে মসজিদে আশুরার আলোচনা সভা

পুবের কলম প্রতিবেদক, বারাসত: আসুরা উপলক্ষে বারাসত ঈদগা কবরস্থান ওয়াকফ ইস্টেট এর ওয়াকফ জামে মসজিদে মঙ্গলবার সন্ধ্যায়  বিশেষ আলোচনা সভা ও দোওয়ার মজলিস অনুষ্ঠিত হল। এদিনের সভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেব, জমিয়তে উলামায়ে বাংলা ফুরফুরা শরীফ এর রাজ্য সহ-সম্পাদক শিক্ষারত্ন শিক্ষক আলহাজ্ব সফিকুল ইসলাম, ক্বারী মাওলানা আব্দুল হক,মাওলানা জাকির হোসেন প্রমুখ। শিরকের উপরে তৌহিদের এই বিজয়ের দিনে অন্যায় ও অত্যাচারের মোকাবিলায় এবং ইনসাফ পূর্ন সমাজ প্রতিষ্ঠায় হোসাইনী চেতনায় ও প্রেরণায় উজ্জীবিত হওয়া জরুরি বলে মনে করেন বক্তারা। তাঁরা বলেন, এইদিনে সিয়াম পালন করার ও  এবাদাতের মধ্যেই  সাফল্য নিহিত রয়েছে।

সহযোগিতায় হক ও ন্যায়ের পথে অবিচল থাকার শপথ নেওয়ার এই দিনে বারাসত ঈদগাহ কবরস্থান ওয়াকফ ইস্টেট (ইসি১৫৫১২) মাতোয়াল্লি কমিটির সম্পাদক কাজী মাসুদ আলম বলেন, আশুরার এই পবিত্র দিনের গুরুত্ব এবং আশুরা উপলক্ষে ইসলামী সংস্কৃতি বিরোধী সমস্ত কর্মকাণ্ড থেকে দূরে থেকে এই ধরনের আলোচনা সভায় সকলের অংশগ্রহণ করা উচিত।

 আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠান হবে। সহযোগিতায় ছিলেন মাতোয়াল্লি কমিটির কমিটির সহ-সভাপতি ডা. শাহাবুদ্দিন গোলদার, সহ সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ মেজর আমজাদ হোসেন, হিসাবরক্ষক সেখ আনিসুল ইসলাম, সদস্য  আবেদ আলি প্রমুখ। আখেরি মোনাজাত করেন ক্বারী মাওলানা আব্দুল হক। সঞ্চালনা করেন কমিটির সদস্য আবদুল হালিম।

Leave a comment