‘বিচারের বাণী নিভৃতে কাঁদে’, অভিজিতের বিজেপি যোগ নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

- আপডেট : ৭ মার্চ ২০২৪, বৃহস্পতিবার
- / 10
পুবের কলম প্রতিবদেক: বৃহস্পতিবারই বিজেপিতে যোগ দিয়েছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিনই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কলকাতা হাইকোর্টের একটি বিষয় উত্থাপিত হয়। সেই সময় অভিজিতকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুবিধাবাদী। উনি অপরচুনিস্ট, দেখলেন তো।” এবার প্রকাশ্য জনসভা থেকে বিজেপি নেতা ও প্রাক্তন বিচারপতিকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তোপ দাগতেও ছাড়েননি তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “যেখানেই দাঁড়াবেন ছাত্রছাত্রীদের নিয়ে যাব, ওরাই লড়াই করবে।” অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপি যোগ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “বিচারের বাণী নিভৃতে কাঁদে, এদের থেকে বিচার পাবেন না।”
নারী দিবসের সভা থেকে একাধিক ইস্যু নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সরব হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু, বিজেপি পার্টিতে যোগদান করার কথা ঘোষণা করছেন? এদের কাছে বিচার পাবেন? বিজেপি যা বলেছে, উনি তাই করেছেন। কী সব রায় দিয়েছে! আমরা বুঝতে পারতাম, রোজ অভিষেকের নাম করে করে গালি দিত। তবে আমি খুশি যে মুখোশটা খুলে গিয়েছে।”
উল্লেখ্য, সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগেই রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ৭ মার্চ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন তিনি। সেই কথাই রাখলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বিজেপির সল্টলেক অফিসে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও ফোনে কথা বলেন তিনি। এদিকে, রাজনীতিতে যোগ দিয়েই ভোটে লড়তে পারেন অভিজিৎ। তবে তাঁর নির্বাচনী লড়াইটা যে সহজ হবে না, তা বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী।