অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে উত্তরাখণ্ডে, দুই সন্তান নীতি না মানলে পাবে না সরকারি সুবিধা

- আপডেট : ২২ জুন ২০২৩, বৃহস্পতিবার
- / 5
পুবের কলম ওয়েব ডেস্ক: গত সপ্তাহে উগ্র হিন্দুত্ববাহিনীরা লাভ জিহাদের জিগির তুলে উত্তরাখণ্ডের মুসলমানদের ঘর ছাড়া করছিল। ‘ধরি মাছ না ছুঁই পানি’ নীতি মেনে সেই সময় ‘সক্রিয়’ হয়েছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও তাঁর পুলিশ। সপ্তাহ ঘুরতেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ‘অতিসক্রিয়’ হলেন ধামি।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খুব শীঘ্রই সে রাজ্যে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি। তাঁর মতে, একটি কমিটি গঠন করা হয়েছিল, যারা বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলোচনা করা জানিয়েছে অভিন্ন বিধিতে কোনও আপত্তি নেই তাদের। ড্রাফট তৈরির কাজ এগোচ্ছে। যে কোনও সময় উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে।
নতুন আইন শুরু হলে, তাতে দুই সন্তান নীতিও যোগ হবে। অভিভাবকরা দু’য়ের বেশি সন্তানের জন্ম দিলে তাদের ভোটাধিকার কাড়া হতে পারে। এমনকি সরকারি সুবিধা থেকেও তাদেরকে বঞ্চিত করা হতে পারে। উত্তরাখণ্ডের জনসংখ্যা দিন দিন বাড়ছে বলেই নাকি এমন সিদ্ধান্ত।
দুই সন্তান নীতির পাশাপাশি বহুবিবাহ নিষিদ্ধ করা হবে। সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রে সম নীতি চালু করা হবে। সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে সব ধর্মের মানুষদের জন্য এক নিয়ম চালু হবে। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে স্বামী ও স্ত্রীর জন্য একই শর্ত পালন করা হবে। লিভ-ইন সম্পর্কে কেউ থাকতে চাইলে তা লিখিতভাবে জানাতে হবে ও সেখানে বাবা-মায়ের অনুমতি থাকতে হবে।
বছর ঘুরলে লোকসভা নির্বাচন। অতীতে নির্বাচনের আগে বিজেপির কাছে মূল ইস্যু ছিল বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি আর অভিন্ন দেওয়ানি বিধি চালু করা। প্রথমটা তারা করে দেখিয়েছে। এখন দেশ জুড়ে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে অভিন্ন দেওয়ানি বিধির জুজুই তাদের কাছে প্রধান হাতিয়ার। বিজেপি শাসিত উত্তরাখণ্ডে এখন সেই চেষ্টাই চালাচ্ছেন, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।