পুবের কলম, ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে নির্যাতিতার ধর্ষণ-মৃত্যুতে ফের বিচারের দাবিতে ইউ ওয়ান্ট জাস্টিসের দাবি তুলে স্লোগান দিলেন জুনিয়র চিকিৎসকেরা। সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে ফের কর্মবিরতির হুঁশিয়ারি চিকিৎসকদের। স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত হাতে প্ল্যাকার্ড নিয়ে পদযাত্রা করেন জুনিয়র ডাক্তাররা।
আন্দোলনকারিরা জানিয়েছেন, এদিন ন্যায়বিচারের দাবিতে তাদের লড়াই এখনও শেষ হয়নি। স্বাস্থ্যভবন কিছুটা সাফাই করেছি। ধর্ষকরা এখনও ঘুরে বেড়াচ্ছে। মিছিলে রয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। সিবিআইয়ের উপর চাপ বাড়াতে এবার চিকিৎসকদের উপর এই মিছিল। সিজিও কম্পপ্লেক্স পর্যন্ত ধরনা শেষে এই ধরনা প্রত্যাহার করা হবে।
জুনিয়র ডাক্তারদের বক্তব্য, ‘সিবিআইয়ের তরফে তদন্তে গতিপ্রকৃতি আমরা বারবার জানতে চেয়েছি। আমরা চাই দ্রুততার সঙ্গে এই মামলার নিষ্পত্তি হোক।
সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে, টালা থানার ওসিকে গ্রেফতার করা হয়েছে। আমরা মনে করি, এগুলি আমাদের আন্দোলনের পথে বড় পদক্ষেপ। আমাদের কলেজে নিরাপত্তার প্রশ্ন এবং থ্রেট কালচার, ভয়ের পরিবেশ কলেজ ক্যাম্পাসে গড়ে ওঠেছে। দ্বিতীয় অভয়া যাতে না ঘটতে পারে, সেজন্যই আমরা নিরাপত্তার প্রশ্ন রেখেছিলাম’। ন্যায়বিচারের দাবিতে, কলেজে নিরাপত্তার প্রশ্নে কলেজে কলেজ গণতান্ত্রিক পরিবেশে দাবি আমরা চিফ সেক্রেটারি জানিয়েছি।