কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

'We Want justice'- এর দাবিতে ফের রাত জাগলো কলকাতা

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

পুবের
কলম, ওয়েবডেস্ক
: আরজি কাণ্ডে বিচারের দাবি, দোষীদের শাস্তির দাবিতে উত্তেজনা অব্যাহত
কলকাতাজুড়ে। গত ১৪ আগস্ট স্বাধীনতা দিবসের একদিন আগে, বিচারের দাবিতে পথে নেমেছিল
শয়ে শয়ে মানুষ। ‘রাত দখল’-এর নাম দিয়ে পথে নামে মানুষ। এক অন্য স্বাধীনতা দিবস
পালিত হয়েছিল তিলোত্তমায়।


ফের বুধবার বিচারের দাবিতে পথে নামলো মানুষ। কোনও বয়সের
ভেদাভেদ ছিল না। নারী-পুরুষ নির্বিশেষে হাতে মোমবাতি নিয়ে  
‘We Want justice’ -এর স্লোগান তুলতে দেখা যায়। সেই
সঙ্গে প্রায় একঘণ্টা ঘরের বাতি নিভিয়ে প্রতিবাদে শামিল হয়। শাঁখ বাজিয়েও ঘরের
মেয়েরা এই পাশে থাকার আওয়াজ তোলে।


বুধবার
কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে এই রাত দখলের লড়াইয়ের প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
প্রায় দুশোর বেশি জায়গায় এই শান্তিপূর্ণ প্রতিবাদ চলে।


৫ সেপ্টেম্বর মামলার শুনানির আগের রাতে নিজ নিজ
এলাকায় রাত দখলের ডাক সোশাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে সেই পোস্ট। লেখা হয়েছে
, ‘বিচারপতি
তোমার বিচার করবে যারা রাত জাগছে সেই জনতা।
প্রশ্ন
ছুড়ে দেওয়া হয়েছে বিচারব্যবস্থার দিকেও।


প্রশ্ন এক, ‘২৬ দিন
গেলেও ধর্ষণের বিচার নেই কেন
?’ প্রশ্ন দুই, ‘কর্মক্ষেত্রে
মর্যাদার প্রশ্ন আদালত কানে নেয় না কেন
?’ প্রশ্ন
তিন
, ‘কেন্দ্রে আনা নতুন আইনে লিঙ্গ প্রশ্ন
পিছনে কেন
?’ ৪ সেপ্টেম্বর মিশন শুরু হয় সন্ধে সাতটায়। প্রতিবাদে মানববন্ধন দেখা দেয়।

আরজি করে প্রতিবাদে শামিল হন
অভয়ার বাবা-মা।