৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

Waqf Law: আগামীকাল নেতাজি ইন্ডোরে ইমাম-মুয়াজ্জিন সমাবেশ

সুস্মিতা
  • আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
  • / 49

আমন্ত্রিত বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়

আবদুল ওদুদ: আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মুয়াজ্জিন ও বুদ্ধিজীবী সমাবেশ। সংগঠনের পক্ষ থেকে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওয়াকফ সংশোধনী আইন (Waqf Law) সম্প্রতি দেশে লাগু হয়েছে। কিন্তু দেশের বিভিন্ন রাজ্যের মুসলিমরা এই আইনের তীব্র আপত্তি জানিয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় লাগাতার বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচীর আয়োজন করতে বিভিন্ন সংগঠন। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মুয়াজ্জিন ও বুদ্ধিজীবী সমাবেশে ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Law) বিরুদ্ধে ফের আরও একবার দলের অবস্থান স্পষ্ট করবেন মুখ্যমন্ত্রী। এদিনের সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম উপস্থিত থাকবেন। কলকাতা নাখোদা মসজিদ সহ বিভিন্ন জেলা থেকে বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: Waqf Law: ইমাম-মুয়াজ্জিন ও বুদ্ধিজীবীদের সাংবাদিক সম্মেলন

অল ইন্ডিয়া মুসলিম পর্সোনাল ল’ বোর্ডের পক্ষ থেকে এক প্রতিনিধি দলও এই সভায় উপস্থিত থেকে ওয়াকফ সশোধনী আইন (Waqf Law) বাতিলের দাবিতে নেতাজি ইন্ডোরে বক্তব্য রাখবেন। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি থেকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের প্রতিনিধি দল এসে পৌঁছেছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বেশ কিছু মানুষ ইতিমধ্যেই কলকাতায় এসে উপস্থিত হয়েছেন। এদের অনেকেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাত্রী বাস করবেন। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোশিয়েশনের সভাপতি বাকিবিল্লা মোল্লা জানিয়েছেন, বিভিন্ন জেলা থেকে কয়েকশো বাস কলকাতায় আসবে। বীরভূম, বর্ধমান, নদীয়া, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, কোচবিহার-সহ উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বিপুল মানুষ আসবেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রস্তুতি সম্পর্কে প্রতিনিয়ত খবর রাখছেন মেয়র ফিরহাদ হাকিম। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সমাবেশের কাজ-কর্মে কোনও ঘাটতি রাখতে চাইছেন না বাকি বিল্লাহ মোল্লা, কুতুব উদ্দিন তরফদার, সাউদ আলম, আমিরউদ্দিন ববি-সহ অন্যান্যরা। সকাল থেকেই নেতাজি ইন্ডোরে যাঁরা উপস্থিত হবেন তাঁদের জন্য ৯ টার মধ্যে গেট খুলে দেওয়া হবে। দূরদুরান্ত থেকে আগত মানুষদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছে। একাধিক কাউন্টার থেকে খাবার ও পানীয় জল সরবরাহ করা হবে। সুষ্ঠভাবে এই সমাবেশ পরিচালনা করার জন্য কয়েকশো স্বেচ্ছাসেবক এবং কলকাতা পুলিশের আধিকারিকরা উপস্থিত থাকবেন। ওয়াকফ সংশোধনী আইন (Waqf Law) বাতিল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে কী বার্তা দেন তা শোনার অপেক্ষার প্রহর গুনছেন বাংলার মুসলিমরা।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি সবটা নিয়েই শান্তিতে থাকার বার্তা দিয়েছেন। ওয়াকফ নিয়ে প্রতিবাদ রাজ্যজুড়ে এক গণ আন্দোলনে পরিণত হয়েছে তিনি চান না কোনও প্রতিবাদই হিংসাত্বক হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রাজ্যবাসীকে সেই বার্তাই দেবেন। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে তাঁর কাছে সব ধর্মই সমান। তিনি কখনো কোনও ধর্মকে আলাদা করে দেখেন না। তিনি কোনও বিভাজন চান না। আর বিভাজনের রাজনীতি ভুলে রাজ্যবাসীকে তিতি কী বার্তা দেন তার অপেক্ষায় সকলে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Waqf Law: আগামীকাল নেতাজি ইন্ডোরে ইমাম-মুয়াজ্জিন সমাবেশ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

আমন্ত্রিত বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়

আবদুল ওদুদ: আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মুয়াজ্জিন ও বুদ্ধিজীবী সমাবেশ। সংগঠনের পক্ষ থেকে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওয়াকফ সংশোধনী আইন (Waqf Law) সম্প্রতি দেশে লাগু হয়েছে। কিন্তু দেশের বিভিন্ন রাজ্যের মুসলিমরা এই আইনের তীব্র আপত্তি জানিয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় লাগাতার বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচীর আয়োজন করতে বিভিন্ন সংগঠন। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মুয়াজ্জিন ও বুদ্ধিজীবী সমাবেশে ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Law) বিরুদ্ধে ফের আরও একবার দলের অবস্থান স্পষ্ট করবেন মুখ্যমন্ত্রী। এদিনের সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম উপস্থিত থাকবেন। কলকাতা নাখোদা মসজিদ সহ বিভিন্ন জেলা থেকে বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: Waqf Law: ইমাম-মুয়াজ্জিন ও বুদ্ধিজীবীদের সাংবাদিক সম্মেলন

অল ইন্ডিয়া মুসলিম পর্সোনাল ল’ বোর্ডের পক্ষ থেকে এক প্রতিনিধি দলও এই সভায় উপস্থিত থেকে ওয়াকফ সশোধনী আইন (Waqf Law) বাতিলের দাবিতে নেতাজি ইন্ডোরে বক্তব্য রাখবেন। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি থেকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের প্রতিনিধি দল এসে পৌঁছেছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বেশ কিছু মানুষ ইতিমধ্যেই কলকাতায় এসে উপস্থিত হয়েছেন। এদের অনেকেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাত্রী বাস করবেন। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোশিয়েশনের সভাপতি বাকিবিল্লা মোল্লা জানিয়েছেন, বিভিন্ন জেলা থেকে কয়েকশো বাস কলকাতায় আসবে। বীরভূম, বর্ধমান, নদীয়া, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, কোচবিহার-সহ উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বিপুল মানুষ আসবেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রস্তুতি সম্পর্কে প্রতিনিয়ত খবর রাখছেন মেয়র ফিরহাদ হাকিম। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সমাবেশের কাজ-কর্মে কোনও ঘাটতি রাখতে চাইছেন না বাকি বিল্লাহ মোল্লা, কুতুব উদ্দিন তরফদার, সাউদ আলম, আমিরউদ্দিন ববি-সহ অন্যান্যরা। সকাল থেকেই নেতাজি ইন্ডোরে যাঁরা উপস্থিত হবেন তাঁদের জন্য ৯ টার মধ্যে গেট খুলে দেওয়া হবে। দূরদুরান্ত থেকে আগত মানুষদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছে। একাধিক কাউন্টার থেকে খাবার ও পানীয় জল সরবরাহ করা হবে। সুষ্ঠভাবে এই সমাবেশ পরিচালনা করার জন্য কয়েকশো স্বেচ্ছাসেবক এবং কলকাতা পুলিশের আধিকারিকরা উপস্থিত থাকবেন। ওয়াকফ সংশোধনী আইন (Waqf Law) বাতিল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে কী বার্তা দেন তা শোনার অপেক্ষার প্রহর গুনছেন বাংলার মুসলিমরা।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি সবটা নিয়েই শান্তিতে থাকার বার্তা দিয়েছেন। ওয়াকফ নিয়ে প্রতিবাদ রাজ্যজুড়ে এক গণ আন্দোলনে পরিণত হয়েছে তিনি চান না কোনও প্রতিবাদই হিংসাত্বক হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রাজ্যবাসীকে সেই বার্তাই দেবেন। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে তাঁর কাছে সব ধর্মই সমান। তিনি কখনো কোনও ধর্মকে আলাদা করে দেখেন না। তিনি কোনও বিভাজন চান না। আর বিভাজনের রাজনীতি ভুলে রাজ্যবাসীকে তিতি কী বার্তা দেন তার অপেক্ষায় সকলে।