১৩ জুলাই ২০২৫, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জেপিসিতে পাশ ওয়াকফ বিল

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ জানুয়ারী ২০২৫, সোমবার
  • / 142

পুবের কলম, ওয়েবডেস্ক: জেপিসেতে পাশ হয়ে গেল  ওয়াকফ বিল। সংশ্লিষ্ট বিলে  ১৪টি সংশোধনী প্রস্তাব করেছে কমিটি। যদিও বিরোধীদের অভিযোগ, সামনেই দিল্লি বিধানসভা ভোট। সেই কারণেই তাড়াহুড়ো হচ্ছে এই বিল পাশ করানোর জন্য। সবমিলিয়ে এই বিলে ৪৪টি সংশোধনীর দাবি করেছিলেন বিরোধী সাংসদরা। কিন্তু তাঁদের দাবি নাকচ করে দিয়েছে কমিটি।

হাইলাইটস: 

 

১) বিরোধীদের ৪৪ সংশোধনীই খারিজ

২) ১৪টি সংশোধনের নির্দেশ কমিটির

৩) গত বছর আগস্ট মাসে পেশ হয় ওয়াকফ বিল।

৪) ২৯ জানুয়ারি এই ১৪টি পরিবর্তনের ওপরে ভোটাভুটি হবে কমিটিতে

৫) ৩১ জানুয়ারি চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে

৬) বিজেপির পক্ষ থেকে ২৩টি সংশোধনী প্রস্তাব করা হয়েছিল। তার মধ্যে ১৪টি গৃহীত হয়েছে।

৭) বিরোধীরা যা প্রস্তাব করেছেন তার পক্ষে মাত্র ১০টি করে ভোট পড়েছে। ১৪টি সংশোধনী নিয়ে আগামী ২৯ জানুয়ারি ফের ভোটাভুটি হবে। ৩১ জানুয়ারি চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারে কমিটি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেপিসিতে পাশ ওয়াকফ বিল

আপডেট : ২৭ জানুয়ারী ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: জেপিসেতে পাশ হয়ে গেল  ওয়াকফ বিল। সংশ্লিষ্ট বিলে  ১৪টি সংশোধনী প্রস্তাব করেছে কমিটি। যদিও বিরোধীদের অভিযোগ, সামনেই দিল্লি বিধানসভা ভোট। সেই কারণেই তাড়াহুড়ো হচ্ছে এই বিল পাশ করানোর জন্য। সবমিলিয়ে এই বিলে ৪৪টি সংশোধনীর দাবি করেছিলেন বিরোধী সাংসদরা। কিন্তু তাঁদের দাবি নাকচ করে দিয়েছে কমিটি।

হাইলাইটস: 

 

১) বিরোধীদের ৪৪ সংশোধনীই খারিজ

২) ১৪টি সংশোধনের নির্দেশ কমিটির

৩) গত বছর আগস্ট মাসে পেশ হয় ওয়াকফ বিল।

৪) ২৯ জানুয়ারি এই ১৪টি পরিবর্তনের ওপরে ভোটাভুটি হবে কমিটিতে

৫) ৩১ জানুয়ারি চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে

৬) বিজেপির পক্ষ থেকে ২৩টি সংশোধনী প্রস্তাব করা হয়েছিল। তার মধ্যে ১৪টি গৃহীত হয়েছে।

৭) বিরোধীরা যা প্রস্তাব করেছেন তার পক্ষে মাত্র ১০টি করে ভোট পড়েছে। ১৪টি সংশোধনী নিয়ে আগামী ২৯ জানুয়ারি ফের ভোটাভুটি হবে। ৩১ জানুয়ারি চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারে কমিটি।