বিজেপিকে উৎখাত করতে ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে বিরিয়ানিতেই ভরসা ওয়াইসির

- আপডেট : ২২ অক্টোবর ২০২২, শনিবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্ক: ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোপালে দলের শক্তি বাড়ানোর লক্ষ্যে, আসাদউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) একটি অনন্য প্রচার কৌশল অবলম্বন করেছে। কথায় বলে ভরা পেটে জগতের সবকিছুই ভালো লাগে। ২০২৩ এ মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে উৎখাত করতে তাই বিরিয়ানিকেই হাতিয়ার করলেন ওয়াইসি।
মধ্যপ্রদেশের ভোটারদের মন জয় করতে এবার বিরিয়ানি ভোজের আয়োজন করেছেন অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন বা মিম সুপ্রিমো। মধ্যপ্রদেশের নারেলা কেন্দ্রের নেতা তথা প্রার্থী পীরজাদা তৌকির নিজামি জানিয়েছেন প্রচন্ড উৎসাহ নিয়ে ভোটাররা আসছেন এবং বিরিয়ানি খেয়ে যাচ্ছেন।
প্রার্থী পীরজাদা তৌকির নিজামি আরও জানিয়েছেন নারেলা কেন্দ্রের প্রায় ৪০% ভোটার মুসলিম। তাঁরা আসছেন মহা উৎসাহে বিরিয়ানি খাচ্ছেন। মূলত এই ভোটারদের টার্গেট করেই যে বিরিয়ানি পার্টির আয়োজন সেই কথা অস্বীকার করছেন না পীরজাদা নিজামিও।
নিজামির আরও দাবি ইতিমধ্যেই ২৫০০০ মানুষ দলে যোগদান করেছেন। বিধানসভা নির্বাচনের আগে ১০ লক্ষ মানুষকে দলে যোগদান করানোর লক্ষ্যে নেমেছি আমরা। ওয়াইসির কাছে অতি উৎসাহে মানুষ আসছেন। নিজামি বলছেন ওয়াইসি এবং এই নারেলা হায়দ্রাবাদি বিরিয়ানির জনপ্রিয়তা দুটোই চরমে।
উল্লেখ্য, ২০২৩ বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশের মোট ৫০ টি আসন থেকে লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ওয়াইসির দল। ভোপাল, ইন্দোর, জব্বল্পুর, খান্ডোয়া, খারগোন এবং বুরহানপুর শহরে চলছে মিম কর্মিদের নির্বাচনী প্রস্তুতি চলছে জোরকদমে।তবে এই বিরিয়ানি খাওয়ানর কৌশল ওয়াইসির ভোটব্যাঙ্ককে কতটা সমৃদ্ধ করল তার উত্তর দেবে সময়।