পুবের কলম, ওয়েবডেস্ক: ছোট ছোট জামা, মিনি স্কার্ট, ছেঁড়া জিনস (ripped jeans) মন্দিরের পবিত্রতা নষ্ট করছে। দর্শণার্থীদের শালীন পোশাক পরিধানের নির্দেশ বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির কর্তৃপক্ষের।
এদিন বিবৃতি দিয়ে মন্দির কতৃপক্ষ জানিয়েছেন, “মিনি স্কার্ট, ছেঁড়া জিন্স, হাফ প্যান্ট পরিধান করে মন্দিরে প্রবেশ করা যাবে না। মন্দিরে ঢুকতে গেলে ভদ্র ও শালীন পোশাক পরিধান করে আসতে হবে। মন্দিরের ঐতিহ্য এবং মর্যাদাকে সবার সম্মান জানানো উচিত। প্রতিটা তীর্থক্ষেত্রের একটি নির্দিষ্ট নিয়ম-কানুন (rules and regulation) থাকে। সেটা সবার অনুসরণ করা উচিত।