পুবের কলম প্রতিবেদকঃ ‘ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্য’ মামলায় ফের নোটিশ পাঠানো হবে মিঠুন চক্রবর্তীকে। ফের ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। আরও কিছু জানার প্রয়োজন রয়েছে। তাই সময় দেওয়া হোক। জানিয়েছেন বিচারপতি। আগামী বুধবার ফের শুনানি।
প্রসঙ্গত বিধানসভা ভোটে বিজেপির পক্ষে প্রচারে ‘উস্কানিমূলক মন্তব্য’ করেছেন মিঠুন চক্রবর্তী। প্ররোচনা দিয়েছেন হিংসায়। মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ তুলে মানিকতলা থানায় এমনই অভিযোগ দায়ের করেছিল তৃণমূল। তৃণমূলের দায়ের করা ওই মামলা খারিজ করার আর্জি জানিয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মিঠুন চক্রবর্তী। ওই আবেদনের প্রেক্ষিতে চলতে থাকা মামলার শুনানিতে এদিন বিচারপতি জানতে চান– তিনি কি উস্কানিমূলক মন্তব্য করেছেন! এর জবাবে মিঠুন চক্রবর্তীর আইনজীবিরা বলেন– ‘মারব এখানে– লাশ পড়বে শ্মশানে’। এই মন্তব্য শুনে বিচারপতি বলেন– এটা বলেছেন বলেই কি ভোট পরবর্তী অশান্তি’? এর পরিপ্রেক্ষিতে সরকারি আইনজীবি বলেন– এ ছাড়াও কিছু বিষয় রয়েছে। এর পরেই এই মামলায় মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের নোটিশ পাঠানোর নির্দেশ দেন বিচারপতি।