আজ পাক সংসদে ভোটাভুটি – ভারতের সঙ্গে আলোচনা চান পাক সেনা প্রধান

- আপডেট : ৩ এপ্রিল ২০২২, রবিবার
- / 15
পুবের কলম প্রতিবেদক : রবিবার পাকিস্তানের সংসদে আস্থা ভোটে ইমরানের সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে৷ তার আগে এ দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশী চক্রান্তকারীরা পাকিস্তানের রাজনীতিবিদদের ছাগলের মতো নিলামে তুলছে৷’ এই বিশ্বাসঘাতক নেতাদের ক্ষমা না করার জন্য পাকিস্তানের যুবসমাজের কাছেও আহ্বান জানিয়েছেন ইমরান৷ ইমরান বলেছেন অনাস্থা প্রস্তাব দাখিল করার পরে তাকে তিনটি বিকল্প বেছে নিতে বলা হচ্ছে বলা হচ্ছে। এই বিকল্পগুলি হল পদত্যাগ, অনাস্থা ভোট কিম্বা নির্বাচন।
ইমরানের মন্তব্যের পর ড্যামেজ কন্ট্রোলে নামলেন পাক সেনা প্রধান জেনারেল কামার বাজওয়া। আমেরিকাকেই পাকিস্তানের ‘বন্ধু’ আখ্যা দিলেন পাক সেনা প্রধান জেনারেল কামার বাজওয়া। এদিন পাক সেনা প্রধান বলেন, ‘পাকিস্তানের সঙ্গে চিনের ভালো সম্পর্ক রয়েছে। চিন পাকিস্তান ইকোনমিক করিডোর তার সেই সম্পর্কের চিহ্ন। তাছাড়া ঐতিহাসিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। এখনও আমেরিকা আমাদের সবচেয়ে বড় রফতানি বাজার। আমরা পাকিস্তান ও চিনের সাথে সমান ভাবে ভালো সম্পর্ক বজায় রাখতে চাই। একই ভাবে যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়ার এবং জাপানও আমাদের দেশের উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ।’
এদিন শুধু ভারত-চিন সীমান্ত নিয়ে নয় বরং ভারক-পাক সীমান্ত বিবাদ নিয়েও মুখ খোলেন পাক সেনা প্রধান। তিনি আরও বলেন, ‘পাকিস্তান কাশ্মীর বিরোধ সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য সংলাপ এবং কূটনীতিতে বিশ্বাস করে । ভারত যদি তা করতে রাজি হয় তবে আমরা এগিয়ে যেতে প্রস্তুত।’