পুবের কলম ওয়েব ডেস্ক: বিশ্বব্যাপী আর্থিক মন্দার জের। টুইটার, অ্যামাজনের পর কর্মীছাঁটাই-এর পথে হাঁটতে চলেছে টেলিকমিউনিকেশন কোম্পানি ভোডাফোন। গত ৫ বছরের সবচেয়ে বড়সড় গণছাঁটাই প্রক্রিয়া এবার হতে চলেছে বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর। তবে এই গণছাঁটাইয়ের সবচেয়ে বেশি কোপ পড়তে পারে সংস্থার মূল অফিস লন্ডনে।
বিশ্বব্যাপী ভোডাফোনের প্রায় ১,০৪,০০ জন কর্মী রয়েছে। উল্লেখ্য,গতবছরে সংস্থার পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছিল, ২০২৬ সালের মধ্যে ১০৮ কোটি টাকার মতো খরচ কম করবে। সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে মোবাইল কোম্পানি গুলি।
শুধু ভোডাফোন নয়, ইউরোপের অন্য টেলিকম সংস্থাগুলিও সাম্প্রতিক অতীতে ক্ষতির সম্মুখীন হয়েছে। মূলত, মূল্যবৃদ্ধি এবং সূদের হার বৃদ্ধির ফলেই ব্যবসায় মন্দা, দাবি কর্তৃপক্ষের। বিশেষ করে জিও আসার পর থেকে বিশ্ব মোবাইল কোম্পানিগুলি লোকসানের মুখ দেখছে। এই অবস্থায় বাজারে টিকে থাকতে এই সিদ্ধান্ত নিচ্ছে কোম্পানি বলেই সূত্রের খবর।