কলকাতাFriday, 1 October 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

পুজোয় মণ্ডপে প্রবেশ করতে পারবে না দর্শনার্থীরা, নির্দেশ হাইকোর্টের

mtik
October 1, 2021 12:49 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তার পরে বাঙালির সর্ব বৃহৎ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই চারদিকে উন্মাদনার পারদ চড়ছে। এদিকে পুজো নিয়ে এবার কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্ট জানিয়ে গতবারের মতো এবছরেও পুজো মণ্ডপে কেউ প্রবেশ করতে পারবে না।

প্রসঙ্গত, করোনার সংক্রমণে যাতে কোনওভাবে বিধিনিষেধ লঙ্ঘন না করা হয়, সেই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলায় করোনা নির্দেশিকা পুজো মণ্ডপগুলি মেনে চলার আবেদন জানানো হয়।

সেই মামলার ওপর ভিত্তি করেই রায় দেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশে আদালত জানিয়েছে গতবারের মতো এবারও মণ্ডপে কেউ প্রবেশ করতে পারবে না।

উল্লেখ্য, করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় প্রায় সব রাজ্যেই করোনা বিধিনিষেধ চলছে। বাদ নেই পশ্চিমবঙ্গও। ইতিমধ্যে করোনা বিধিনিষেধ নিয়ে নয়া গাইডলাইন দিয়েছে কেন্দ্র সরকার। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, কেউ কোনও এলাকায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে সেই সংশ্লিষ্ট এলাকাকে কনটেনমেন্ট জোন করা হবে।

অন্যদিকে করোনা বিধিনিষেধ নিয়ে বৃহস্পতিবারই নির্দেশিকা দেয় নবান্ন। নির্দেশিকা অনুযায়ী পুজোর সময়েও রাজ্যে বহাল থাকবে করোনার বিধিনিষেধ। ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো  হয়েছে করোনার বিধিনিষেধের সময়সীমা। বৃহস্পতিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছেচ, এখন যে সব করোনা বিধি নিষেধ রাজ্যে চালু রয়েছে তেমনই চলবে আরও একটা মাস। তবে, দুর্গাপুজোর দিনগুলিতে রাতে বিধিনিষেধ কিছুটা ছাড় পাওয়া যাবে।

নবান্নের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারেও লোকাল ট্রেন চলার অনুমতি দেয়নি সরকার।