কলকাতাTuesday, 6 July 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

এবারও ভার্চুয়াল ২১ জুলাইয়ের সভা, তৃণমূলে যোগ দিতে পারেন শক্রঘ্ন সিনহা!

asim kumar
July 6, 2021 2:07 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক­: প্রাণঘাতী করোনা ভাইরাসের ‘করাল থাবা’ থেকে ক্রমশই মুক্ত হচ্ছে বাংলা। তবুও কোনও ঝুঁকি নিচ্ছেন না তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। চলতি বছরে ২১ জুলাই ব্রিগেডে বিজয় সমাবেশ উদ্যাপনের কথা থাকলেও তা বাতিল করে গতবারের মতো ভার্চুয়াল সভাই করা হচ্ছে। দলনেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে নিজের বাড়ি থেকেই দলের নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দেবেন। সোমবার তপসিয়ার তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন শাসকদলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর– ‘এবারের শহিদ দিবসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে শামিল হতে পারেন ‘বিহারিবাবু’ শত্র&ঘ্ন সিনহা। ইতিমধ্যেই তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর কথাও হয়েছে। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্তের কিছুটা বদল হতে পারে।

প্রতি বছরই শহিদ স্মরণে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে বিশেষ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। কিন্তু গত বছর তাতে ছেদ ঘটে। করোনার কারণে ওই সভা বাতিল করে ভার্চুয়াল সভার আয়োজন করা হয়। কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন– এ বছর বড় করে শহিদ দিবস উদ্যাপন করা হবে। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে বিপুল জনাদেশ নিয়ে রাজ্যে তৃতীয়বার সরকার গঠন করলেও করোনার কারণে কোনও বিজয় উৎসবের আয়োজন করেনি তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ফলে তৃণমূল কর্মী-সমর্থকরা আশা করেছিলেন– ২১ জুলাই ব্রিগেডে বিশাল সমাবেশের মাধ্যমে বিজয় উদ্যাপন করা হবে। কিন্তু এ দিন তাঁদের জন্য নিরাশার কথা শোনালেন দলের মহাসচিব।