পুবের কলম প্রতিবেদক: বিরাটে মজেছে অস্ট্রেলিয়া। পারথে যে মাঠে ভারত খেলবে সেখানে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। স্টেডিয়ামে ভারতীয় অনুশীলনের জন্য রুদ্ধদ্বার মাঠ চেয়েছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু হোটেলে বা তার বাইরে বিরাট কোহলির ফ্যান বেস এতটাই, যে ছোট ছোট অজি কিশোর কিশোরীরাও বিরাট কোহলির প্ল্যাকার হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আরও একটি বিষয় খুব লক্ষ্যণীয়।
তা হল অস্ট্রেলিয়ার সংবাদপত্রে বিরাট কোহলির ছবি সম্বলিত হিন্দি অক্ষরে লেখা বেশ জনপ্রিয়তা পাচ্ছে। যা দেখে অনেকেই অবাক হচ্ছেন। ১২ বছর আগে বিরাট যখন প্রথমবার অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন, তখনকার পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি এক নয়। সেই বিরাট আর এই বিরাটে আকাশ পাতাল ফারাক।
READ MORE: Y+ ক্যাটাগরির নিরাপত্তা পেলেন কাজল শেখ
সেই বিরাট সবে কেরিয়ার শুরু করেছিলেন। আর বর্তমানে যে বিরাট অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে আছেন, তাঁর নামের পাশে আশিটা সেঞ্চুরি। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজারেরও বেশি রান। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। টেস্টে অজি কিংবদন্তি ডনের সঙ্গে এক আসনে বসে আছেন। আর এই বিরাট এখন রীতিমতো মিথ।
তিনিই প্রথম ভারতীয় ক্যাপ্টেন যিনি অস্ট্রেলিয়ার মাটি থেকে বর্ডার গাভাসকর টেস্ট সিরিজ জিতে এসেছেন। তাঁর পদাঙ্ক অনুসরণ করে সেই কৃতিত্ব অর্জন করেছেন অজিঙ্কা রাহানে। তাই বিরাট নামক কিংবদন্তিকে দেখার জন্য অস্ট্রেলিয়ায় অনুরাগীদের উৎসাহের অন্ত নেই। পাশাপাশি অস্ট্রেলিয়ার কাগজগুলিতেও তাদের নিজেদের দেশের ক্রিকেটারদের থেকেও বিরাট কোহলির জনপ্রিয়তা তুঙ্গে। গত একটা বছরে টেস্টে তাঁর ব্যাটিংয়ে কোনও সেঞ্চুরি নেই। রানও সেভাবে নেই। কিন্তু তারপরেও বিরাটের জনপ্রিয়তাতে কোনও ছেদ নেই।
রোহিত শর্মা কিংবা জসপ্রীত বুমরাহদের নিয়েও অত উৎসাহ নেই গোটা অস্ট্রেলিয়া জুড়ে যে জায়গা পুরোপুরি দখল করে নিয়েছেন বিরাট কোহলি। তাঁর সঙ্গে যশস্বী জয়সওয়ালকে নিয়েও অস্ট্রেলিয়ার মাটিতে কিছুটা ক্রেজ তৈরি হয়েছে।