উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: শীত পড়তেই পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গেছে সুন্দরবনে। এরমধ্যে বৃহস্পতিবার থেকে সুন্দরবনের জঙ্গলে বাঘ সুমারীর জন্য ট্যাপ ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়েছে। আর এরই মাঝে দেখা মিলল বাঘের পায়ের ছাপ। সুন্দরবনের রায়দীঘি রেঞ্জের চিতুরি বিট অফিসের অধীন মৈপীঠ উপকূল থানার ভুবনেশ্বরীর গড়েরচকে লোকালয়ের কাছে বাঘের পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসীরা। ঘটনার পরই আতঙ্কিত হয়ে পড়ে গ্রামের মানুষ।
Read More: মমতা বলার পরই শুরু তৎপরতা, আলু পিয়াজের দাম কী কমবে? প্রশ্ন ক্রেতাদের
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকালে পায়ের ছাপ দেখা যায় জঙ্গল লাগোয়া একটি ফিশারির পাশে। খবর দেওয়া হয় বন দফতরের চিতুরি বিট সহ বন দফতরের আধিকারিকদের কাছে। এদিকে বৃহস্পতিবার থেকে জঙ্গলে ক্যামেরার কাজ পরিদর্শনের জন্য জেলা বন আধিকারিক সহ বন দফতরের বিভিন্ন রেঞ্জের আধিকারিক সহ বন কর্মীরা উপস্থিত ছিলেন সুন্দরবনে। তাদের কাছে খবর আসা মাত্র তাঁরা ঘটনাস্থলে ছুটে যায়। শুক্রবার ঘটনাস্থল জাল দিয়ে ঘেরার কাজ করা হয়।স্থানীয় বাসিন্দারা বলেন, গতবছর এই এলাকায় লোকালয়ে বাঘ ঢুকেছিল। কয়েকদিন ধরে থাকার পরে সে জঙ্গলে ফিরে যায়। তাই এবছর আবার বাঘের পায়ের ছাপ দেখে খুব ভয়ে আছি আমরা।
অন্যদিকে, জেলা বন আধিকারিক (ডিএফও) নিশা গোস্বামী বলেন, এই সময় বাঘ জঙ্গলের বাইরে চলে আসে। তবে ভুবনেশ্বরীর ওই জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা গেলেও বাঘটি ওখান থেকে জঙ্গলে চলে গেছে। তবে আমরা ক্যামেরা লাগানোর পাশাপাশি জঙ্গলে নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলেছি।আতঙ্কিত হবার কিছু নেই।