পুবের কলম,ওয়েবডেস্ক: আমার মা শিখ। আমার বাবা খ্রিস্টান। আর আমার ভাই মুসলিম। ওর বয়স যখন ১৭ তখনই ইসলাম ধর্ম গ্রহণ করে সে। নাম মোয়িন। এরপর অনেকে আমার পরিবার’কে কটু কথা শুনিয়েছে। তবে আমার বাবা তাঁদের অকপট উত্তর দিতেন। বলতেন আমার ছেলে কাউকে উত্তর দিতে বাধ্য নয়। মোয়িন আমার ছেলে। ওহ আমাকে জবাবদিহি করতে বাধ্য। বাইরের লোক’কে নয়। এটা মোয়িনের জীবন, ওর পূর্ণ স্বাধীনতা রয়েছে সে কি করতে চাই। ওহ ইসলাম ধর্ম মেনে যদি শান্তি পাই তাতে আমার কোনও আপত্তি নেই। সংবাদমাধ্যমের প্রশ্নোত্তরে ভাই মোয়েন কে নিয়ে জিজ্ঞাসা করতে অকপট উত্তর দিলেন ‘টুয়েলভথ ফেল’-খ্যাত অভিনেতা Vikrant Massey।
View this post on Instagram
মা শিখ, বাবা গোঁড়া খ্রিস্টান। দুই ভিন ধর্মের মানুষ ভালবাসার ত্যাগিদে এক হয়েছিলেন। নিজের নিজের ধর্ম, মতবাদের উপর বিশ্বাস ও নিষ্ঠা রেখেও কীভাবে একই পরিবারের চার জন এক হয়ে আছে, সেটাই আমাদের মহত্ব।
এদিন তিনি আরও বলেন, “১৭ বছর বয়সে ভাই মুসলিম ধর্ম গ্রহণ করে। মা বা বাবা কেউই বাধা দেননি তাঁকে।
আমার বাবা সপ্তাহে দু’বার চার্চে যান। তিনি গোঁড়া খ্রিস্টান। মা শিখ। আর ভাই নিয়ম মেনে নামায আদায় করেন পড়েন। কেউ বারণ করে না। আমরা অনেক শান্তিতে, একত্রে বাস করি। কেউ কারোর ধর্মীয় বিশ্বাসে আঘাত হানে না। ” তবে ধর্ম নিয়ে আমার কোনও দিনই গুরগুর ছিল না। জাতপাতের জটিল সমীকরণটাও বুঝতাম না। আমার কাছে ধর্ম মানে মানবতা।
বলিউডে অন্য ধারার ছবিতে পরিচিত মুখ বিক্রান্ত ম্যাসি। শুধু সিনেমা নয়, ওয়েব সিরিজেও চুটিয়ে অভিনয় করছেন। ছোট পর্দার সিরিয়ল থেকে শুরু তাঁর কর্মজীবন। সদ্য বাবা হয়েছেন বিক্রান্ত। ঘর আলো করে পুত্রসন্তান এসেছে তাঁদের জীবনে। তবে ছেলেকে কোনও ধর্মের বেড়াজালে বাধার ইচ্ছা নেই তাঁর। বড় হয়ে সে যেই ধর্ম চাইবে সেই ধর্ম মানবে ওহ।