মপুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা গুফি পেন্টাল। সোমবার সকালে অভিনেতা মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তাঁর পরিবারে সদস্যরা। দীর্ঘ শারীরিক রোগ-ভোগের কারণে মৃত্যু হয়েছে তারঁ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। ১৯৮০ সালে বি আর চোপড়া পরিচালিত মহাভারত ধারাবাহিক সিরিয়ালে ‘শকুনি মামা’ চরিত্রে অভিনয় তাঁকে জনপ্রিয়তা দেয়। মুম্বইয়ের অন্ধেরীর শহরতলিতে একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর প্রয়াণের কথা প্রথমে জানান অভিনেতার ভাইপো হিতেন পেন্টাল।
সংবাদমাধ্যমে হিতেন জানিয়েছেন সোমবার সকাল ৯ টার সময় ঘুমের মধ্যেই চলে গিয়েছেন গুফি পেন্টাল।হৃদরোগ ও উচ্চরক্তচাপ জনিত সমস্যায় আক্রান্ত ছিলেন গুফি। বেশ কিছু দিন ধরে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার পরিণতি হতে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে।
গুফি রেখে গেলেন ছেলে, পুত্রবধূ সহ নাতি-নাতনীদের। আজ বিকেল ৪টার দিকে শহরতলির আন্ধেরির এক শ্মশানে অভিনেতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
বড় এবং ছোট পর্দার একাধিক ছবি ও ধারাবাহিকে অভিনয় করেছেন গুফি। ‘বাহাদুর শাহ জাফর’, ‘মহাভারত’, ‘কানুন’, ‘ওম নমঃ শিবায়’, ‘সিআইডি’, ‘সশহহ কোই হ্যায় দ্বারকাধীশ ভগবান শ্রী কৃষ্ণ’, ‘রাধাকৃষ্ণ’ এবং ‘জয় কানাহিয়া লাল কি’ সহ আরও বহু সিরিয়ালে দাপিয়ে অভিনয় করেছেন তিনি। তবে তাঁর সব কাজকে ছাপিয়ে গিয়েছে দূরদর্শনে বি আর চোপড়ার ‘মহাভারত’-এ শকুনির চরিত্রে অভিনয়। দেশ জুড়ে দর্শকদের কাছে তাঁর প্রকৃত নাম হারিয়ে গিয়েছিল। তিনি হয়ে উঠেছিলেন এক ও একমাত্র ‘শকুনিমামা’।মহাভারত ধারাবাহিকে দীর্ঘ যাত্রায় গুফি পেন্টালের অভিনয় হয়ে উঠেছিল আইকনিক।
১৯৭৫ ‘রাফু চক্কর’ ছবি দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন তিনি। এছাড়াও ‘দিলগালি’, ‘দেশ প্রধান’, ‘সুহাগ’-এ অভিনয় করেন।
কিছুদিন আগে অভিনেতা টিনা ঘাই জানিয়েছেন ‘গুফি পেন্টাল’-এর শারীরিক অবস্থা কেমন আছে জানিয়ে ইন্সটাগ্রামে একটি একটি হেলথ আপডেট দিয়েছিলেন। সেখানে টিনা অভিনেতার ছবি দিয়ে জানিয়েছিলেন, গুফি পেন্টাল অসুস্থ, তার সুস্থতায় প্রার্থনা করুন’।
প্রসঙ্গত গুফির জন্মগত নাম সরবজিত সিং পেন্টাল। কিন্তু তিনি পরিচিত ছিলেন ডাকনামেই। ইঞ্জিনিয়ারিং পড়েও তিনি পেশা হিসেবে গ্রহণ করেছিলেন নিজের নেশা, অভিনয়কেই।