পুবের কলম প্রতিবেদক: শীত জানান দিচ্ছে দোরগোড়ায়। কিন্তু ফুলকপি থেকে পালং শাক কিংবা পটল থেকে পেঁয়াজ সব কিছু দামি ঊর্ধ্বমুখী। কাঁচা শাকসবজি বাজারে এই অগ্নি মূল্যের কথা তুলে ধরা হয়েছিল খবরে। সেই খবরের জেরে মঙ্গলবার দুপুরে মানিকতলা বাজার সহ শহরের বেশ কিছু বাজারে হানা দিল টাস্ক ফোর্স।
পুলিশ ও এন ফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের সঙ্গে নিয়ে টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে বাজারে ঘুরে ঘুরে যাচাই করলেন শাকসবজির দাম। আলু, পিঁয়াজ, রসুন সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী আনাজের দাম। বাজারে গেলেই মাথায় হাত পড়ছে আমজনতার। শীত আসার আগেই লাগাতার বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে সবজি। তাই দাম যে বাড়বে তা আগে থেকেই আশা করা গিয়েছিল। আর তাই শীতের মুখে মাত্রাতিরিক্ত সবজির দাম হতেই মাথায় হাত পড়ছে মধ্যবিত্তদের।
একনজরে দেখে নিন বর্তমানে বাজারে সবজির দাম –
রসুনের দাম- ৪০০ টাকা (এক কিলো)
পালং শাকের দাম- ৮০ থেকে ৯০ টাকা (প্রতি কেজি)
ঝিঙের দাম- ৬০ টাকা (প্রতি কেজি)
পটলের দাম- ৫০ টাকা (প্রতি কেজি)
পেঁয়াজের দাম- ৫০ টাকা (প্রতি কেজি)
আলুর দাম- ৪০ টাকা (প্রতি কেজি)
ফুলকপির দাম- -৩০-৪৫ টাকা (প্রতি পিস)
টমেটোর দাম ৬০ টাকা (প্রতি কেজি)
ঢ্যাঁড়শের দাম ৬০টাকা (প্রতি কেজি)
করলার দাম- ৮০টাকা (প্রতি কেজি)
উল্লেখ্য, কিছুদিন আগেই দেশের বৃহত্তম পেঁয়াজের বাজার লাসলগাঁওয়ে পেঁয়াজের দাম পাঁচ বছরের সর্বোচ্চ হয়েছে। কুইন্টাল প্রতি ৫৫০০ টাকার উপরে। তবে পিঁয়াজের দাম ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। কিন্তু রসুনের দাম কমার কোন লক্ষণ নেই। এখান থেকেই স্পষ্ট যে সবজি বাজার করতে গেলে কার্যত চিন্তায় পড়ছেন মধ্যবিত্তরা। টাস্ক ফোর্স এর পক্ষ থেকে বাজারের ব্যবসায়ীদের দাম সামঞ্জস্য দেখে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে শহরের সব বাজারে এই নজরদারি অভিযান আগামী দিনগুলিতে চলবে।