পুবের কলম, ওয়েবডেস্ক: সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক অব্যাহত। এবার এই সিনেমা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন দক্ষিণের পুরস্কারজয়ী পরিচালক বীণা পাল। ছবির তথ্য বিকৃত করা হয়েছে বলে উল্লেখ করে বীণা পাল বলেন, ‘এই ছবির কোনও শৈল্পিক মূল্য নেই। তাও এই ছবিকে অযথাই গুরুত্ব দেওয়া হচ্ছে।’ ‘দ্য কেরালা স্টোরি’ পরিচালক সুদীপ্ত সেন দাবি করেছিলেন, এই ছবির প্রতিটি ঘটনা সত্য। অনেক গবেষনার পরেই এই ছবি তৈরি করা হয়েছে। এদিকে পরিচালকের দাবির পুরো উলটো পথে হেঁটেই মন্তব্য করলেন দক্ষিণের ছবির পরিচালক বীণা পাল। বীণার বক্তব্য নিয়ে ফের নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
গত ৫ মে মুক্তি পায় ‘দ্য কেরালা স্টোরি’ । তার পরেই গোটা দেশজুড়ে এই ছবির কাহিনি নিয়ে বিতর্কে ঢেউ আছড়ে পড়ে। এখনও পর্যন্ত বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ এবং অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি, কমল হাসান-সহ আরও অনেকেই এই ছবির কাহিনি নিয়ে সরব হয়েছেন।
এবার ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে জোরালো বক্তব্য রাখলেন বীণা পাল। সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে বীণা পাল জানিয়েছেন, ‘দ্য কেরালা স্টোরি’ দেখে বিমর্ষ হয়ে পড়েছেন তিনি। ভুল তথ্যের ভিত্তিতে কীভাবে এই ছবি এতটা গুরুত্ব পাচ্ছে? কেউ এটা নিয়ে কথা না বললে কবেই ‘দ্য কেরালা স্টোরি’র স্বাভাবিক মৃত্যু হত। এখন মানুষ মনে করছেন তারা যা কিছু বানিয়ে ফেলতে পারেন।
বীণার দাবি, ট্রেলারও বদলাতে হত পরিচালককে। কারণ, ট্রেলারে যা বলা ছিল, ছবিতে তা দেখানো হয়নি। আর সেটা নিয়ে কেউ কথা বলছেন না। তথ্যবিকৃতি থাকলেও ‘দ্য কেরালা স্টোরি’ বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে, রোজই খবরের শিরোনামে থাকছে। এই সমস্ত কিছু ভালো ছবির ভাগ্যে মেলে না। ‘নিশ্চয়ই দেশের একাংশ এ ধরনের ছবি থেকেই রসদ নেন। মানুষের ইচ্ছার প্রতিফলন এই বিকৃত ছবি।”
সেই সঙ্গে বীণা জানিয়েছেন, তিনি গর্বিত যে কেরলের মানুষ এই ছবি প্রত্যাখান করেছে। মালায়লম ভাষায় এই ছবি কেরলের কোনও প্রেক্ষাগৃহে চলেনি। তার দাবি, ‘২০১৮’ বলে একটি ছবি ঠিক এর উল্টো আখ্যান নিয়ে বানানো হয়েছিল। মানুষের মধ্যে সেটি জায়গা তৈরি করতে পেরেছিল।
‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে অভিনেতা কমল হাসান বলেছিলেন, ‘কোনও ছবির নামের নীচে ‘সত্য ঘটনা’ লিখে দিলেই সেটাকে সত্যি বলে প্রতিষ্ঠা করা যায় না। আমি প্ররোচনামূলক ছবির বিরুদ্ধে। সেই ঘটনা আদতে ঘটে থাকলে তবেই তা সত্য। আর এখানে যা দেখানো হয়েছে, তা সত্য নয়।’