পুবের কলম, ওয়েবডেস্ক: গোষ্ঠীদ্বন্দ্বের জের! ভাঙড়ে আক্রান্ত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে।বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ওয়াড়ি এলাকায়।
উল্লেখ্য, ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে রাজ্যজুড়ে নানারকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দলের তরফে। এদিন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের হাতিশালার ওয়াড়ি এলাকায় দলের তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই যান আরাবুল ইসলাম।
read more: সুখবর! কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম
জানা গেছে, পতাকা তোলার সময়ে বিরোধী গোষ্ঠীর নেতা কর্মীরা আরাবুল ইসলামের ওপর চড়াও হয়। প্রারম্ভিক পর্যায়ে কথাকাটি হলেও ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। হাতাহাতিতে পৌঁছে যায় বিষয়টি। আরাবুলের ওপর হামলা চালায় অন্য গোষ্ঠীটি। অশান্তির আঁচ পেয়ে আগে থেকেই মজুত ছিল পুলিশ। তাদের সামনেই আরাবুল ও তাঁর সঙ্গীর গাড়িতে হামলা চলে। পরিস্থিতি আয়ত্তে আনতে ময়দানে নামে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ।