পুবের কলম ওয়েবডেস্কঃ আজ শনিবার ভাইফোঁটা। ” ভাইয়ের কপালে দিলাম ফোঁটা / যম দুয়ারে পড়ল কাঁটা এই মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে ভাই বা দাদার কপালে মঙ্গলটিকা দেবেন বোনেরা।
কিন্তু যে কোন উৎসবের অন্যতম অঙ্গ হল খাওয়াদাওয়া। সবজি থেকে মাছ মাংস সবেরই দাম দিচ্ছে ছ্যাঁকা।
শুক্রবার থেকেই মিষ্টির দোকান ও বাজারে চড়া মূল্যে বিকচ্ছে ইলিশ, চিংড়ি, পমফ্রেটরা।
আলু ২৫ টাকা, নতুন আলু ৫০ টাকা, পেঁয়াজ ৫৫ টাকা প্রতি কেজি, একটি মাঝারি থেকে বড় সাইজের ফুলকপি ৬০ থেকে ৮০ টাকা প্রতি পিস।
পটল– প্রতি কেজির দাম ৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০ থেকে ৮০ টাকা। বেগুন– প্রতি কেজির দাম ৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৮০ টাকা। কাঁচা লঙ্কা ১৫০ টাকা।
পমফ্রেট ১৭০০ টাকা, গলদা ও বাগদা চিংড়ি ৩০০০ টাকা কিলো, রুপোলী শস্য ইলিশ ১৫০০ টাকা।
বাজারে আগত ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল অনেকেরই দামের চোটে ত্রাহি মধুসূদন অবস্থা। একই অবস্থা মিষ্টির দোকানেও। এমতাবস্থায় দাঁড়িয়ে আদরের ভাই বা দাদার পেট থুড়ি প্লেট কতটা ভরানো যাবে তাই নিয়ে চরম দোলাচলে বোন ও দিদিরা।
পুবের কলম ডিজিটালের জন্য ছবি গুলি তুলেছেন অর্পিতা লাহিড়ী