পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা তৃতীয় ঢেউকে আটকাতে জোরকদমে ভ্যাকসিন দেওয়ার তৎপরতা শুরু করেছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী দফতরে তৃতীয় ঢেউ সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে। বিশেষজ্ঞদের ধারণা অক্টোবরেই তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, তাই সেই হিসেবে টিকাকরণ সম্পূর্ণ করা ও কোভিড বিধিনিষেধ মেনে চলার সতর্কবার্তাও দেওয়া হয়েছে। টিকাকরণের স্লট বুকিং কো-উইন অ্যাপের মাধ্যমেই করা হয়ে থাকে। তবে এবার টিকাকরণ আরও সহজসাধ্য হয়, সেইদিকেই এগোচ্ছে কেন্দ্র সরকার।
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, দেশের মানুষের কথা মাথায় রেখে ভ্যাকসিন যাতে আরও দ্রুত হয় তার জন্য আরও এক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। এবার হোয়াটস-অ্যাপেই স্লট বুকিং করা যাবে। এবার থেকে এ বার থেকে কো-উইন অ্যাপের মাধ্যেম স্লট বুক না করলেও হবে। ট্যুইট করে করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, ‘ফোন থেকে কয়েক মিনিটের মধ্যে সহজেই বুক করুন ভ্যাকসিনের স্লট।’
ট্যুইটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য একটি লিঙ্ক দিয়েছেন, সেখানে ক্লিক করলেই পদ্ধতিটা সম্পর্কে জানা যাবে। সব ধাপ পার করলে আপনার কাছে প্রয়োজনীয় তথ্য চলে আসবে কো-উইন অ্যাপ থেকে।
বুক করা যাবে নিম্নলিখিত পদ্ধতিতেঃ
‘Book Slot’ লিখে পাঠাতে হবে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বরে। MyGovIndia Corona Helpdesk-এর হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করার পর একটি ওটিপি আসবে আপনার ফোনে। সেই ওটিপি দিয়ে ভেরিফাই করার পর পরবর্তী ধাপে যেতে হবে একের পর এক।
ভ্যাকসিন সার্টিফিকেট পাওয়া যাবে হোয়াট’স অ্যাপে
হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাওয়া যাবে ভ্যাকসিনের সার্টিফিকেটও। অনেক সময়ে কো-উইন থেকে সার্টিফিকেট পেতে সমস্যা হয়। তাই এই পদক্ষেপ কেন্দ্রের। মোট তিনটি ধাপে এই সার্টিফিকেট পাওয়া যায় সহজেই।
9013151515 হল স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া নম্বর। ফোনে এই নম্বর সেভ করে covid certificate লিখে হোয়াটসঅ্যাপ করতে হবে। এরপর ফোনে আসবে ওটিপি। সেই ওটিপি দিলে কয়ে সেকেন্ডের মধ্যে চলে আসবে সার্টিফিকেট।
শুরুর দিকে কো-উইন অ্যাপের মাধ্যমেই ছড়িয়ে ছিল টিকাকরণ। এবার ভ্যাকসিনের গতিতে আরও ত্বরানিত করতে হোয়াট’স অ্যাপের মাধ্যমেই টিকাকরণে উদ্যোগ নিল কেন্দ্র সরকার।