পুবের কলম, ওয়েবডেস্কঃ এবার রাজ্যে আজ থেকে শুরু হল ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ। স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। কলকাতা পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, কোথায় কোন সেন্টারে আজ থেকে টিকা দেওয়ার কাজ শুরু হবে। সেইমতো আজ কলকাতার চেতলা গার্লস হাইস্কুলে থেকে এই টিকাকরণ কর্মসূচি শুরু হল। পুরোভাগে থাকলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
অন্যদিকে উত্তর কলকাতার হাতিবাগানে ১১ নম্বর স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণ শুরু করবেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের থেকে ইতিমধ্যেই ৮৮০০০ ভ্যাকসিন পেয়েছে কলকাতা পুরসভা।
১২-১৪ বছর বয়সের টিকাকরণ কর্বেভ্যাক্স দেওয়া হচ্ছে। পুরনিগমের ৩৭টি কোভ্যাক্সিন সেন্টার থেকে এই টিকা দেওয়ার চলবে বলে জানানো হয়েছে।
এর আগে ১৫ বছরের উর্ধ্বে সকলের টিকাকরণ হয়েছিল। করোনা সংক্রমণ অনেকটা কমে যাওযায় ফলে খুলে দেওয়া হয়েছে স্কুলও। সেই কারণেই শিশুদের সুরক্ষিত রাখতে ধাপে ধাপে করোনা টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। যদি বাড়ির কোনও সদস্যর কোউইনে অ্যাকাউন্ট খোলা থাকে, সেখান থেকেও চাইলে কেউ নিজেদের নাম নথিভুক্ত করতে পারে। কিংবা নতুন অ্যাকাউন্ট খোলার সুযোগও থাকবে।
এদিকে এখন কলকাতায় কোভ্যাক্সিনের চাহিদা খুব একটা নেই। সেই কারণে আপাতত দুই সপ্তাহের জন্য কোভ্যাক্সিনের টিকাকরণ বন্ধ থাকছে।
উল্লেখ্য, গত মাসেই ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিএ) ১২ থেকে ১৪ বছরের বয়সীদের জন্য করোনা টিকা কর্বোভ্যাক্সে চূড়ান্ত ছাড়পত্র দেয়। নিয়মানুযায়ী, ২৮ দিনের মধ্যে টিকার দুটি ডোজ নিতে হবে।