কলকাতাWednesday, 9 March 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

সুরে সুরে ‘সুর সম্রাজ্ঞী’ লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানালেন উষা উত্থুপ, বিনোদ রাঠোর থেকে ইন্দ্রাণী সেন’রা

asim kumar
March 9, 2022 2:03 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ চলে গেছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তবুও তিনি সকলের মনে বেঁচে থাকবেন তার সংগীতের মধ্য দিয়ে। লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানানো হল এক স্মরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। রবিবার ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের আয়োজনে সংস্থার পুর্বশ্রী অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের শীর্ষ নাম ‘শ্রদ্ধাঞ্জলী’।  সেখানে সুর সম্রাজ্ঞীর গান গেয়েই গানে গানে স্মরণ করল কলকাতা মুম্বই ও পূর্বাঞ্চলের শিল্পীরা।

ইজেডসিসির অধিকর্তা গৌরী বসুর স্বাগত ভাষণে অনুষ্ঠানের শুরু হয়। তাঁর কথায়, ‘লতাজি আমাদের যা দিয়ে গিয়েছেন, তা অসীম। আমরা সকলেই লতাজির গান শুনে বড় হয়েছি। ওঁর গানেই শিল্পীরা ওঁকে শ্রদ্ধাঞ্জলি জানালেন’। রোহিনী রায়চৌধুরীর কণ্ঠে লতা মঙ্গেশকরের গাওয়া আধুনিক বাংলা গান ‘আকাশ প্রদীপ জ্বলে’ দিয়ে গানে গানে শ্রদ্ধাঞ্জলী পর্বের শুরু। মঞ্চে উঠে স্মৃতিমেদুর হলেন উষা উত্থুপ। শোনালেন লতাজীর ৭৫ তম জন্মদিনে মুম্বইয়ের এক অনুষ্ঠানে তাঁকে গান শোনানোর স্মৃতি।

সেদিন তাঁর কন্ঠে ‘দিল আপনা প্রীত পরয়া’ র ‘আজীব দস্তা হ্যায় ইয়ে’ শুনে আশীর্বাদে ভরিয়ে দিয়েছিলেন স্বয়ং সুরসম্রাজ্ঞী লতা। এদিনও সেই গানে মন ভড়ালেন উপস্থিত শ্রোতাদের। লতাজির গাওয়া চির নবীন গান ‘বিন্দিয়া চমকেগি’ তে যথারীতি উচ্ছল প্রবীনা গায়িকা। ইন্দ্রাণী সেনের কন্ঠে লতাজির গাওয়া ১৯৭০ সালের ‘দস্তক’ ছবির বিখ্যাত গান ‘বাইয়া না ধরো ও বালমা’ অন্য মাত্রা আনে। শ্রীকান্ত আচার্য’র কন্ঠে ‘প্রেম একবারই এসেছিল’ সার্থক শ্রদ্ধাঞ্জলি।

অরিন্দম গাঙ্গুলী শোনালেন নিজ অভিনীত মাদার ছবির সেই গান – ‘হোতাম যদি তোতা পাখি’, সার্থক শ্রদ্ধাঞ্জলি। মনোময় ভট্টাচার্যের কন্ঠে ঘর ছবির ‘তেরে বীনা জিয়া যায় না’ নস্টালজিক করে তোলে উপস্থিত দর্শকদের। গানে গানে স্মরণ অনুষ্ঠানকে সুরময় করে তুললেন জোজো, শম্পা কুন্ডু, চন্দ্রাবলী রুদ্র দত্ত, দেবজিৎ সাহা, অনীক ধর, শৌনক চট্টোপাধ্যায়, অরিত্র দাশগুপ্ত, সৌরেন্দ্র-সৌমজিৎ, অঙ্কিতা ভট্টাচার্য সহ নতুন প্রজন্মের শিল্পীরা। অনুষ্ঠানে মুম্বই  সঙ্গীতশিল্পী বিনোদ রাঠোর শোনালেন লতা মঙ্গেশকরের সঙ্গে গান করার স্মৃতি।  তাঁর প্রয়াণ এখনও মেনে নিতে পারেননি বিনোদ।

অনুষ্ঠানে এসে বিষন্ন বিনোদ বলেন, “লতাদিদির সঙ্গে প্রথম দিনের সাক্ষাতের কথা আজও মনে আছে। ওঁর সঙ্গে গাওয়া প্রথম গান ‘বিজয়’ ছবিতে শিবহরির সুরে ‘জিন্দেগী হর জনম প্যায়ার কী দাস্তা’ গেয়ে ওঁকে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে বলেন, ‘আমি মনে করি লতা দিদি কোথাও যাননি। আমাদের মধ্যেই আছেন।

লতা মঙ্গেশকরের আশীর্বাদ ধন্য সাধনা সরগম শোনালেন ‘যা রে যারে উড়ে যারে পাখী’ এবং ‘শর্মিলি’ ছবির ‘মেঘা ছায়ে আধি রাত বৈরণ বন গয়ী নিদিয়া’। মুম্বইয়ের রিমা নাথনিয়ালের নিবেদন ও ছিল আন্তরিক। এদিন যন্ত্র সংগীতে সুরে সুরে সুরসম্রাজ্ঞী কে শ্রদ্ধা জানান ভায়োলিন ব্রাদার্স (বেহালা), ম্যাইকেল ব্যানার্জী (স্যাক্সোফোন) কাজল চক্রবর্তী (হারমনিকা)। গানে কিংবদন্তী শিল্পীকে শ্রদ্ধা জানান ভিন রাজ্যের উদিওমান শিল্পীরাও।

সমগ্র ‘শ্রদ্ধাঞ্জলি’ অনুষ্ঠানের সঙ্গীত আয়োজনে ছিলেন চন্দন রায় চৌধুরী ও ঋজু রায়।