ভারতের সংখ্যালঘু নিয়ে উদ্বেগ মার্কিন সাংসদ ইলহান ওমরের

- আপডেট : ৮ এপ্রিল ২০২২, শুক্রবার
- / 14
আমেরিকার মুসলিম মহিলা সাংসদ ইলহান ওমর ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ও হিংসার ঘটনা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সিনিয়ার ডিপ্লোম্যাটকে তাঁর উদ্বেগের বিষয় জানালেন। তিনি বলেন, আমেরিকা বহু বিষয়ে ভারতকে সমর্থন দিচ্ছে কিন্তু সে-দেশে মোদি জমানায় মুসলিমদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হিংসা-বিদ্বেষের ঘটনা নিয়ে চুপ রয়েছে আমেরিকা।
প্রেসিডেন্ট বাইডেনের ডেপুটি সেক্রেটারি ওয়েনডি শারমানকে ওমর বলেন, ভারতে এখন মুসলিম পরিচয় অপরাধ বলে গণ্য হচ্ছে। সে- দেশের মুসলিম সংখ্যালঘুদের সঙ্গে মোদি সরকার যে আচরণ করছে তার সমালোচনা এখানে হতে আর কতদিন সময় লাগবে? অবশ্য শারমান ইলহান ওমরের প্রশ্ন শুনে বলেন, পৃথিবীর যেকোনও প্রান্তেই হোক না কেন, যে কোনও গোষ্ঠী, জাতির মানুষ হোক না কেন তাদের সঙ্গে বিদ্বেষ আচরণ হলে সরকার অবশ্যই প্রতিবাদ জানাবে। ওমর এরপর বলেন, আমি আশা করব, প্রতিবাদ করার এই ভাবনা আমাদের থাকা উচিত। আমাদের মিত্রদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ আচরণ হলে অবশ্যই এগিয়ে আসতে হবে।
শারমান ওমরকে আশ্বস্ত করে বলেন, ভারতে মানবাধিকার ভঙ্গ নিয়ে আমেরিকা ইতিপূর্বে সোচ্চার হয়েছে। নয়াদিল্লির সঙ্গে কথা হয়েছে সরাসরি। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন জানাচ্ছে ভারতে বিজেপি আমলে ও নরেন্দ্র মোদি কেন্দ্রের সরকারে আসার পর ভারতীয় মুসলিমরা বিদ্বেষের শিকার হয়েছেন। হিউম্যান রাইটস ওয়াচ ২০২১ সালে রিপোর্ট করেছে, ভারতের সরকারি এবং স্বশাসিত স্বাধীন প্রতিষ্ঠানেও কট্টরবাদীদের অনুপ্রবেশ ঘটেছে। ধর্মীয় সংখ্যালঘুরা পুলিশ-প্রশাসনের কাছ থেকে ভালো ব্যবহার পাচ্ছে না। বিদ্বেষের ঘটনা ক্রমশই বেড়ে চলেছে। উল্লেখ্য, ইলহান ওমর সোমালিয়ার এক ধর্মপ্রাণ পরিবারের সদস্য। তিনি ছাত্রী জীবন থেকেই ইসরাইলের আগ্রাসনের কঠোর সমালোচক এবং হিজাবের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানিয়ে আমেরিকায় নজির সৃষ্টি করেছেন।
ভারতে হিজাব, হালাল ও আযান নিয়ে হিন্দুত্ববাদীদের আস্ফালন ও হুমকির খবর আমেরিকার সংবাদমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রচার হচ্ছে। ইলহান ওমর যেহেতু ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে ইসরাইলের অত্যাচার নিয়ে সোচ্চার হয়েছেন তাই তাঁর লোকসভা কেন্দ্র থেকেও দাবি উঠছে ভারত নিয়ে সোচ্চার হোক প্রতিবাদী ইলহান ওমর।