জয়শঙ্কর ও শাহবাজকে ফোন করে যুদ্ধে না জড়ানোর আর্জি রাষ্ট্রসংঘের মহাসচিবের

- আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, বুধবার
- / 40
পুবের কলম, ওয়েবডেস্ক: গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় মারা যান ২৬ জন পর্যটক। এই ঘটনার পিছনে পাকিস্তানের লস্কর-ই-তইবার হাত রয়েছে বলে মনে করছে নয়াদিল্লি। পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিলের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পাকিস্তানের নাগরিকদের ভারত ছাড়ারও নির্দেশ দিয়েছে সরকার। দুই দেশের মধ্যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। আর এই আবহেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে কথা বললেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিয় গুতেরেস। পহেলগাঁও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন মহাসচিব। এ নিয়ে তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, পহেলগাঁও ঘটনার নিন্দা করার ভাষা নেই। যে কোনও মূল্যে এই ধরনের হামলার মোকাবিলা এবং নিন্দা করতে হবে।
আরও পড়ুন: মেছুয়া বাজারে বিধ্বংসী আগুনে ১৫ জনের মৃত্যু, শোকপ্রকাশ মুর্মুর
মঙ্গলবার রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী দাবি করেছেন, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত আক্রমণ করবে পাকিস্তানকে। হামলা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চান পাক মন্ত্রী। এর খানিক পরেই জয়শঙ্কর এবং শাহবাজকে ফোন করেন গুতেরেস। মহাসচিকে পাক প্রধানমনত্রী বলেন, পহেলগাঁও ঘটনার পাকিস্তান নিরপেক্ষ তদন্ত চায়। রাষ্ট্রসংঘ যেন এই ব্যাপারে ভারতকে রাজি করায়। অপরদিকে বিদেশমন্ত্রী জয়শঙ্কর রাষ্ট্রসংঘের মহাসচিবকে কৃতজ্ঞতা জানান পহেলগাঁও ঘটনার নিন্দা করায়। তবে ভারতের বিদেশমন্ত্রী পাকিস্তানের উপর হামলা নিয়ে কোনও সুনির্দিষ্ট আশ্বাস দেননি। তিনি রাষ্ট্রসংঘের মহাসচিবকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ভারত পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে