কিয়েভে নতুন করে রুশ হামলা, তছনছ গোলাবারুদ কারখানা , শেষ অবধি লড়ার পণ করেছে ইউক্রেন

- আপডেট : ১৭ এপ্রিল ২০২২, রবিবার
- / 31
পুবের কলম ওয়েবডেস্ক : রাশিয়া ইউক্রেনের রাজধানী এবং অন্য শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। মস্কো জানিয়েছে, রুশ সেনারা মারিউপোলের শহর এলাকাগুলো দখলে নিয়েছে এবং অবরুদ্ধ দক্ষিণ বন্দরে একটি ইস্পাত কারখানার প্লান্টের ভেতরে ইউক্রেনীয় যোদ্ধাদের একটি ছোট দল রয়ে গিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক রবিবার বলেছে কিয়েভের বাইরে একটি সামরিক প্ল্যান্টে আঘাত করা হয়েছে। ইউক্রেনের রাজধানীতে আক্রমণ জোরদার করছে মস্কো ।
রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘রাতে নির্ভুল লক্ষে ক্ষেপণাস্ত্রগুলি হামলা চালায়। কিয়েভ অঞ্চলের ব্রোভারির বসতির কাছে একটি গোলাবারুদ কারখানা ধ্বংস করে দিয়েছে রুশ মিসাইল।’ ব্রোভারির মেয়র ইগর সাপোজকো রবিবার ভোরে হামলার কথা স্বীকার করে নেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ রবিবার জানান , গতরাত থেকে রুশ সেনাবাহিনী ৬৮টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তার মধ্যে দুটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ছিল। এছাড়া, ধ্বংস হওয়া সামরিক স্থাপনার তালিকায় কয়েকটি অস্ত্র গুদাম রয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী কয়েকটি এলাকায় ইউক্রেনের সেনারা হামলা চালানোর পর মস্কো রাজধানী কিয়েভ এবং আশপাশের অঞ্চলে হামলা জোরদার করেছে।
জেলেনস্কি এক অনলাইন বার্তায় বলেছেন শহরের বাসিন্দাদের রাশিয়া নিশ্চিহ্ন করার চেষ্টা করছে । কিন্তু মারিউপোলের শহর এলাকা দখলে নেওয়ার মস্কোর দাবির বিষয়ে তিনি আলাদা করে কিছু বলেননি। কৃষ্ণ সাগরে একটি জাহাজ ডুবে যাওয়ার পর রাশিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি করে। মস্কো বলেছে যে, তার যুদ্ধবিমান কিয়েভের একটি ট্যাংক মেরামতের কারখানায় আঘাত করেছে।ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রাশিয়ার যে যুদ্ধবিমানগুলো বেলারুশ থেকে উড়েছিল সেগুলো পোলিশ সীমান্তের কাছে লেভিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী চারটি ত্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।