পুবের কলম,ওয়েবডেস্ক: ২০২৫-এর জানুয়ারি থেকে উত্তরাখণ্ডে কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। ঘোষণা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে রাজ্যের আধিকারিক ও কর্মচারীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাজ্যের তরফে কার্যকর হবে। দেশে একসময় অভিন্ন দেওয়ানি বিধি লাগু নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। ফলে আজও পুরো দেশে লাগু করা যায়নি অভিন্ন দেওয়ানি বিধি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে উত্তরাখণ্ডে পাশ হয়েছিল ইউসিসি। কিন্তু পুরো একটা বছর কেটে গেলেও রাজ্যে লাগু করা যায়নি বিতর্কিত এই আইন। তবে উত্তরাখণ্ড সরকার ইউসিসি লাগুতে এতটাই উদগ্রীব যে সমস্ত প্রস্তুতি সারা। ইতিমধ্যেই বিশেষ পোর্টাল এবং অ্যাপ তৈরি করেছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। আবেদন করার জন্য অনলাইনে অভিন্ন দেওয়ানি বিধির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন।
গত মঙ্গলবারই রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ‘বিজেপি শাসিত সব রাজ্যেই চালু হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি। বিজেপি ইতিমধ্যেই উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু করেছে।’ পুরো দেশে দেওয়ানি বিধি চালু না করতে পারার হতাশাও উঠে আসে স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়।
সে প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু না করা গেলেও রাজ্যে রাজ্যে এই আইন লাগু করা হবে। দেওয়ানি বিধি লাগু নিয়ে সেসময় বিরোধীরা ব্যাপক বিরোধিতা করেছিল কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে। সেসময় ডিএমকে নেতা টিকেএস এলানগোভান বলেছিলেন, ‘অভিন্ন দেওয়ানি বিধি প্রথমে হিন্দু ধর্মে লাগু করা উচিত। জনজাতি, উপজাতি সহ সমস্ত মানুষকেই মন্দিরে পুজো করার অনুমতি দিতে হবে। আমরা অভিন্ন দেওয়ানি বিধি চাই না, কারণ সংবিধানে সমস্ত ধর্মকে সুরক্ষা দেওয়া হয়েছে।
উল্লেখ, রাষ্ট্রসংঘের ১৯৩টি রাষ্ট্রের মধ্যে মাত্র ৮টি রাষ্ট্রে ইউনিফর্ম সিভিল কোড রয়েছে। যে সব দেশগুলিতে ইউসিসি লাগু রয়েছে সেগুলি—মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়া, মিশর ও আয়ারল্যান্ড। রাজ্যের তরফে জানানো হয়েছে, প্রশিক্ষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেওয়ানি বিধি লাগুর কাজ শুরু হয়ে যাবে। বাকি সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইউসিসি লাগু হলে উত্তরাখণ্ডই দেশের প্রথম রাজ্য হিসেবে স্বীকৃতি পাবে।