কলকাতাWednesday, 23 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

দুবাই: উবারে ‘উট’ ডেকে বাঁচলেন মরুতে পথ হারানো ২ নারী!

FAISAL HASAN
October 23, 2024 7:23 pm
Link Copied!

দুবাই, ২৩ অক্টোবর:  ইন্টারনেটে ভিডিয়োটি ভাইরাল। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োয় দেখা যায়, মরুভূমিতে পথ হারিয়ে ফেলা দুই নারী নিরুপায় হয়ে উবার অ্যাপের শরণাপন্ন হন। সেখানে তারা ‘উবার ক্যামেল’ বা উট অপশন খুঁজে পেয়ে বিস্মিত হয়ে পড়েন।

দুই নারী সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই শহরের এক মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিলেন।

 

এ সময় তাদের গাড়ি খারাপ হয়ে গেলে বিপাকে পড়েন তারা। সুবিশাল মরুভূমিতে পথ হারিয়ে হঠাৎ করেই উবার অ্যাপ খুলে বসেন তাদের একজন। অপ্রত্যাশিতভাবে  ‘উট’ অপশন দেখতে পান তিনি। রাইড বুক করার কিছুক্ষণ পরই সেখানে এক ব্যক্তি উট নিয়ে হাজির হন। নিজেকে ‘উবার ক্যামেল ড্রাইভার’ বলে পরিচয় দেন তিনি।

 

এক নারী তাৎক্ষণিকভাবে উটের পিঠে চেপে বসেন। এ সময় অপরজন অবাক হয়ে বলেন, ‘পথ হারিয়ে আমরা সত্যি সত্যি উট ডেকে এনেছি।’

 

এরপর উবার চালককে ওই নারী জিজ্ঞাসা করেন, ‘আপনার জীবিকার উৎস কি?’ জবাবে তিনি বলেন, ‘আমি উবার ক্যামেল ড্রাইভার। আমি মরুভূমিতে পথ হারানো মানুষকে সাহায্য করি।’ চালক ব্যাখ্যা করেন, মরুভূমিতে পথ হারিয়ে ফেলা মানুষদের সহযোগিতা দেওয়ায় তার পারদর্শিতা রয়েছে। দুবাই-হাট্টা সড়কের আল বাদাইয়ের নামক অবস্থানে এই ভিডিয়োটি ধারণ করা হয়েছে বলে জানা যায়।

অল্প সময়ের মধ্যেই ভিডিয়োটি সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

 

আরও পড়ুনঃহজযাত্রীদের সুবিধায় আসছে বৈদ্যুতিক জেট

নেটিজেনরা এই ক্লিপটি অসংখ্যবার দেখেছেন ও শেয়ার করেছেন। এক ইউজার লেখেন, ‘শুধু দুবাইতেই আপনি কোনও চিন্তা না করেই উবারে উট ডেকে আনতে পারবেন।’ আরেকজন মজা করে লেখেন, ‘নিরাপত্তার খাতিরে উটের লাইসেন্স প্লেট পরখ করে নিতে ভুলবেন না।’