পুবের কলম ওয়েবডেস্ক: সম্বল বলতে দুটো ভাঙাচোরা সাইকেল আর অদম্য মনোবল। আর তা দিয়েই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার দুই যুবক পৌঁছে গেলেন কেদারনাথ।
আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ২ যুবক ভাঙাচোরা সাইকেল নিয়ে কেদারনাথে পৌঁছে গেলেন। দীর্ঘ কুড়ি দিন সাইকেল চালিয়ে অবশেষে হল কেদার দর্শন । দুই যুবকের নাম বিক্রম বর্মন ও রতন রায়। বিক্রম পেশায় গাড়ি চালক, রাজমিস্ত্রির কাজ করে রতন। দুজনের ইচ্ছে ছিল ভারতের কোন বড় তীর্থস্থান দর্শন করা। কিন্তু টাকা পয়সার অভাবে তাদের যাওয়া সম্ভব হচ্ছিল না।অ
অবশেষে মনস্থির করলেন তাদের ভাঙা সাইকেল নিয়ে কেদারের পথে যাত্রা করবেন। গত ১৫ অগস্ট দুজন আলিপুরদুয়ার এর বাড়ি থেকে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করেন। তারা জানিয়েছেন প্রতিদিন ১০০ কিলোমিটার সাইকেল চালিয়েছেন তারা, হোটেল কিংবা রেস্তোরায় তাদের খাবার ছিল নিরামিষ।
তবে উত্তরাখণ্ডে পৌঁছে তাদের আরো অসুবিধার মধ্যে পড়তে হয়, পাহাড়ি রাস্তা তাদের সমস্যায় ফেলে। তবে মানুষের মনের জোর আর ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব, তাই অসম্ভবকে সম্ভব করে কেদারনাথ দর্শন করলেন দুই যুবক। সহযোগিতা করেছেন স্থানীয় বাসিন্দারাও।