কলকাতাWednesday, 23 February 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আনিস কাণ্ডে গ্রেফতার ২ পুলিশ কর্মী, ১৫ দিনের মধ্যে সব তথ্য সামনে আসবেঃ রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য

mtik
February 23, 2022 4:43 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ আনিস কাণ্ডে গ্রেফতার ২ পুলিশকর্মী। বুধবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। গ্রেফতার করা হয়েছে হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে।

এদিন সাংবাদিকরা প্রশ্ন করেন, যারা সেদিন রাতে আনিসের বাড়িতে এসেছিল তাহলে তারা কারা? তারা কি পুলিশ? সেই সম্পর্কে স্পষ্টভাবে তেমনভাবে কিছু না জানিয়ে রাজ্য পুলিশের ডিজি বলেন, যারা এসেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে অনুমান যারা  সেই রাতে আনিসের বাড়িতে যারা গিয়েছিল তারা আমতা থানার পুলিশ।

সেই সঙ্গে ডিজি মনোজ মালব্য বলেন, তদন্তের স্বার্থে এখনই সমস্ত কিছু বলা সম্ভব হচ্ছে না। তবে আগামী ১৫ দিনের মধ্যে সব তথ্য বের হবে।

এম মালব্য এদিন সাংবাদিক বৈঠক থেকে আনিসের পরিবারের প্রতি আবেদন জানিয়ে বলেন, সিট নিরপেক্ষভাবে তদন্ত করছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের আবেদন জানিয়েছে সিট। যারা সেদিন গিয়েছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। কি হয়েছিল পরে সব জানানো হবে। পরিবারের পক্ষ থেকে ফের ময়নাতদন্ত চায় পুলিশ। কিন্তু পুলিশকে দেহ তুলতে বাধা দেওয়া হচ্ছে না। সিটকে কাজে বাধা দেওয়া হচ্ছে। মোবাইল ফোনও দেওয়া হয়নি। কিছু রাজনৈতিক দলও তদন্তের কাজে বাধা দিচ্ছে।

আনিসের পরিবারকে তদন্তে সহযোগিতার আবেদন জানান ডিজি।

এদিন রাজ্য পুলিশের ডিজি, আনিসের পরিবারকে আশ্বস্থ করে বলেন আনিসের পরিবার সুবিচার পাবেন।

সিটের প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে আনিস খুনের ঘটনার সময় আমতা থানার একটি আরটি ভ্যান ঘটনাস্থলে গিয়ে ছিল। দুজন পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। চারজনকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও দুজনকে জিজ্ঞাসাবাদ করার পর অবজারভেশনে রাখা হয়েছে।

এদিকে এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক থেকেই কড়া ভাষায় বলেন, সরকার পদক্ষেপ নেওয়ার পরেও কেন এত বিক্ষোভ? সরকার এই সব বরদাস্ত করবে না। পুলিশকে দেহ তুলতে বাধা দেওয়া হয়েছে। দুজন পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। আইন আইনের পথেই চলবে।