পুবের কলম, ওয়েবডেস্ক: সম্ভল কাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করতে দেওয়ার জের। দুই জেলারকে বরখাস্ত যোগী প্রশাসনের। জানা গেছে, সোমবার সমাজবাদী পার্টির একটি প্রতিনিধিদল অভিযুক্তদের সঙ্গে জেলে দেখা করতে গিয়েছিলেন। যার জেরেই জেলার বিক্রম যাদব এবং ডেপুটি জেলার প্রবীণ সিংকে বরখাস্ত করা হয়। শুধু তাই জেলের গুরুত্বপূর্ণ মান্যুয়ল লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের কথাও জানানো হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে মোরাদাবাদ জেল সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে রাজ্য সরকারের কাছে একটি রিপোর্ট পাঠানো হয়েছে। উল্লেখ্য, অভিযুক্তদের সঙ্গে করতে আসা এসপি প্রতিনিধিদলের মধ্যে ছিলেন প্রাক্তন সাংসদ ডক্টর এসটি হাসান, বিধায়ক (ঠাকুরদ্বার) নবাব জান খান, বিধায়ক (নৌগাওয়ান সাদাত) সমরপাল সিং, জেলা সাধারণ সম্পাদক মুদাসির খান এবং রাজ্য সম্পাদক গুলজার আহমেদ প্রমুখ।
ঘটনাপ্রসঙ্গে সরকারি এক কর্মকর্তা সংবাদমাধ্যমে জানিয়েছেন, সংশ্লিষ্ট বিষয়ে জেল সুপার পিপি সিং-এর বিরুদ্ধে একটি রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। কারণ তিনি একজন গ্রুপ এ অফিসার। তার পরেও কীভাবে জেলের গুরুত্বপূর্ণ নিয়ম লঙ্ঘন করলেন তিনি? তাই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সহ আরও বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা পুরো বিষয়ে তদন্ত করার পরে জেলারদের বরখাস্ত করা হয়।