ইয়েমেনে ২ মাসের যুদ্ধবিরতি

- আপডেট : ২ এপ্রিল ২০২২, শনিবার
- / 14
পুবের কলম প্রতিবেদক : ইয়েমেনের সাত বছর ধরে চলছে যুদ্ধ। লড়াইরত পক্ষগুলো দেশব্যাপী সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জাতিসংঘের প্রতিনিধি জানিয়েছেন। এই যুদ্ধবিরতির সময় দেশটির হুথি অধিকৃত এলাকাগুলোর জন্য জ্বালানি আমদানির ও রাজধানী সানা থেকে কিছু ফ্লাইট পরিচালনার অনুমোদন মিলেছে বলে শুক্রবার জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গ জানিয়েছেন, খবর রয়টার্সের।
ইয়েমেনের যুদ্ধে এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ অনাহারের কবলে পড়েছে। এর আগে ২০১৬ সালে শান্তি আলোচনার সময় শেষবার দেশটি সাময়িক যুদ্ধবিরতি দেখেছিল। রাষ্ট্রসংঘের প্রতিনিধি গ্রুন্ডবার্গ জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে দুই মাসের এ যুদ্ধবিরতি শুরু হবে আর পক্ষগুলোর সম্মতি থাকলে এর মেয়াদ বাড়ানো হবে।
বিবাদমান পক্ষগুলো ইয়েমেনের অভ্যন্তরে সীমান্ত সংলগ্ন এলাকা জুড়ে সামরিক বিমান, স্থল এবং সামুদ্রিক অভিযান বন্ধ করতে সম্মত হয়েছে। তারা হোদেইদাহ বন্দরে জ্বালানিবাহী জাহাজ প্রবেশ মেনে নিয়েছে। একই সঙ্গে সানা বিমানবন্দরে পূর্বনির্ধারিত গন্তব্যে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনায় রাজি হয়েছে। আল জাজিরার প্রতিবেদক নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতর থেকে রিপোর্ট করেছেন। সেই রিপোর্টে তিনি বলেছেন, যুদ্ধবিরতির সাত বছর পরে ইয়েমেনে অত্যন্ত প্রয়োজনীয় ত্রাণ নিয়ে আসতে সহায়ক হবে। আল জাজিরার সংবাদদাতা বলেছেন, ‘এই যুদ্ধ শুধু কয়েক হাজার ইয়েমেনিকে হত্যা করেছে তা নয়, আরও লক্ষ লক্ষ মানুষকে ক্ষুধার মধ্যে ঠেলে দিয়েছে।’