ঘূর্ণিঝড় মন্দৌসের জেরে চেন্নায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের দু’ই জনের, ভেঙে পড়েছে একাধিক ঘরবাড়ি

- আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, শনিবার
- / 12
পুবের কলম ওয়েব ডেস্কঃ শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ তামিলনাড়ুর মমল্লপুরমের কাছে আছড়ে পরে ঘূর্ণিঝড় মন্দৌস। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ৮৫ কিমি। ঝড়ের তাণ্ডবে রাজ্যের বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে শতাধিক গাছ।লন্ডভন্ড হোয়ে গেছে মেরিনা বিচ। বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। ভেঙে পড়েছে বাড়ি ঘরও।ভেঙে পড়েছে দেওয়াল, বিদ্যুতের খুঁটি। তবে মন্দৌসের জেরে ব্যাপক প্রাণহানির ঘটনা না ঘটলেও, একেবারে প্রাণহানী এড়ানো যায়নি।
#WATCH | Roads waterlogged in MMDA Colony of Arumbakkam in Tamil Nadu due to heavy rain
#CycloneMandous pic.twitter.com/nW5OuJiFBU— ANI (@ANI) December 10, 2022
রাজ্য প্রশাসন সূত্রে খবর, ঘূর্ণিঝড় মন্দৌসের কারণে চেন্নাইয়ের মাদিপক্কমে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দু’ই মৃত্যু হয়েছে। মৃতেরা হলেন লক্ষ্মী এবং তাঁর ভাইপো রাজেন্দ্রন। অন্য দিকে, সইদাপেটে নামক এক জায়গায় বাড়ির ছাদ ভেঙে পড়ে একই পরিবারের চার জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
হাওয়া অফিস সূত্রে খবর, চেন্নাইয়ে এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে ১১৫ মিমি। শুক্রবার রাত দশটা নাগাদ ল্যান্ডফল শুরু হয়ে রাত দেড়টা নাগাদ পুদুচেরি ও শ্রীহরিকোটার মধ্যে আছড়ে পড়ে। স্থলভাগের উপর দিয়ে ঘূর্ণিঝড় অতিক্রম করার পর সেটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর পর আরও শক্তি হারিয়ে মন্দৌস নিম্নচাপে পরিণত হবে। ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে তামিলনাড়ু ও পুদুচেরিতে। বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত স্কুল-কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।