৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
অসমে কাজে গিয়ে অপহৃত দুই ভাই, লক্ষাধিক টাকার মুক্তিপণ চেয়ে বাড়িতে ফোন

অর্পিতা লাহিড়ী
- আপডেট : ২২ এপ্রিল ২০২২, শুক্রবার
- / 3
ওবাইদুল্লা লস্কর, উস্থিঃ অসমে কাজে গিয়ে অপহৃত দুই ভাই । লক্ষাধিক টাকার মুক্তিপণ চেয়ে বাড়িতে ফোন, চরম উদ্বেগে পরিবার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্থি থানার নৈনান ব্যাসপুর এলাকায়। গত বুধবার আসামে কাজে যায় নৈনান এলাকার স্থানীয় বাসিন্দা আজিজ খান ও সাবির আলি এরপরই বৃহস্পতিবার তারা আসামে পৌঁছালে আজ সকালবেলা হঠাৎই বাড়িতে এক লক্ষ টাকার মুক্তিপণ চেয়ে ফোন আসে । এরপরই চিন্তায় পড়ে যায় গোটা পরিবার।
তবে বর্তমানে কোথায় রয়েছে আজিজ ও সাবির তা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কিছুই জানা যাচ্ছে না। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে উস্তি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।।