পুবের কলম, ওয়েবডেস্ক: নতুন ফিচার নিয়ে আসছে ইলন মাস্কের টুইটার (অধুনা এক্স)। টুইটারের নতুন ফিচারে যুক্ত হতে চলেছে ভিডিয়ো কলিং পরিষেবা। আইওএস, অ্যান্ড্রয়েড এবং ডেস্কটপ ব্যবহারকারীরা এই পরিষেবা উপভোগ করতে পারবেন, এমনটাই জানিয়েছেন ব্লগিং সাইটটি। টুইটার তাঁদের অফিসিয়াল হ্যান্ডেলে ঘোষণা করেছে, ‘শীঘ্রই এক্সে আসছে ভিডিও এবং অডিও কল করার সুবিধা। আইওএস, অ্যান্ড্রয়েড এবং ডেস্কটপ ব্যবহারকারীরা এই পরিষেবা উপভোগ করতে পারবেন। এই সুবিধা পেতে কোনও ফোন নম্বরের প্রয়োজন নেই। এক্স হল বিশ্বব্যাপী একটি বই৷ যে কারণে অভিনব ফিচার যুক্ত করা হচ্ছে’।
টুইটার জানিয়েছে, নতুন ফিচারটি ডিএম (DM) মেনুতে যুক্ত করা হবে। ভিডিয়ো কলিং বিকল্পটি উপরের ডানদিকে অবস্থিত থাকবে। ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মতো ডিজাইন নিয়ে আসা হচ্ছে ডিএম মেনুতে। সংস্থার সিইও লিন্ডা ইয়াকারিনো এক সাক্ষাতকারে জানিয়েছিলেন, ‘নতুন ফিচারটি যোগাযোগ বাড়াতে আনা হবে। ব্যবহারকারীদের একে অপরের সাথে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে এটি করা হবে’।
এক্স-এর ডিজাইন ইঞ্জিনিয়ার আন্দ্রেয়া কনওয়ে, টুইটারে নতুন ডিএম মেনুর একটি ছবিও শেয়ার করেছেন। সেখানে ভিডিও কলিং মেনুটি দেখা গিয়েছে। মেনুর উপরের ডানদিকে, পাঠ্য বার্তা, ফটো এবং ভিডিও পাঠানোর জন্য বিকল্প মেনু রয়েছে। নতুন ফিচারটি সম্ভাব্য আগামী সপ্তাহে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।