পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের কংগ্রেস শিবিরে ধাক্কা। মেঘালয় কংগ্রেস থেকে ১২ জন বিধায়ক এবার তৃণমূলে যোগদান করলেন। মঙ্গলবার উত্তরপূর্বের এই রাজ্যে কংগ্রেস থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দিলেন। মেঘালয়ে কংগ্রেসের ১৭ জন বিধায়ক ছিলেন। একধাক্কায় তাদের বিধায়কসংখ্যা দাঁড়াল পাঁচে। গোয়া, হরিয়ানা, বিহার, অসম, উত্তরপ্রদেশের পর এবার মেঘালয়। একের পর এক রাজ্যে কংগ্রেস থেকে তৃণমূলে জয়ের ধারা অব্যাহত।
সাংমা ছাড়াও তাঁর টিমের একাধিক বর্ষীয়ান এবং গুরুত্বপূর্ণ পদে থাকা নেতা কংগ্রেস ছেড়ে তৃণমূলে এলেন। যেমন, ২০০৯ থেকে ২০১৩ অবধি মেঘালয় বিধানসভার স্পিকার ছিলেন চার্লস পিনগ্রোপ। বলা বাহুল্য, তাঁর যোগদান তাৎপর্যপূর্ণ।