৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ২৪ চুক্তি

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার
  • / 25

ইসলামাবাদ, ১৪ জানুয়ারি: পাকিস্তান সফরে শেষে দেশে ফিরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এ সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও অন্যদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে মোট ২৪টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

 

মূলত বাণিজ্য, মিডিয়া, প্রতিরক্ষা এবং স্বাস্থ্যসেবায় অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং প্রযুক্তি বিনিময় বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সফর শেষে এরদোগানকে উষ্ণভাবে বিদায় জানান। তিনি বলেন, ক্ষ্মআমরা দ্বিপাক্ষিক বাণিজ্যকে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছি।

 

এটি দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অন্যদিকে, এরদোগান প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্য শুভকামনা জানান এবং তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন। পাকিস্তানে নিজের সফরের স্মৃতিচিহ্ন হিসেবে প্রধানমন্ত্রী শেহবাজের বাসভবনে একটি বৃক্ষ রোপণ করেন এরদোগান।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তান-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ২৪ চুক্তি

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার

ইসলামাবাদ, ১৪ জানুয়ারি: পাকিস্তান সফরে শেষে দেশে ফিরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এ সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও অন্যদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে মোট ২৪টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

 

মূলত বাণিজ্য, মিডিয়া, প্রতিরক্ষা এবং স্বাস্থ্যসেবায় অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং প্রযুক্তি বিনিময় বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সফর শেষে এরদোগানকে উষ্ণভাবে বিদায় জানান। তিনি বলেন, ক্ষ্মআমরা দ্বিপাক্ষিক বাণিজ্যকে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছি।

 

এটি দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অন্যদিকে, এরদোগান প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্য শুভকামনা জানান এবং তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন। পাকিস্তানে নিজের সফরের স্মৃতিচিহ্ন হিসেবে প্রধানমন্ত্রী শেহবাজের বাসভবনে একটি বৃক্ষ রোপণ করেন এরদোগান।