৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হিজরি নববর্ষের শুভেচ্ছা জানালেন তুর্কি প্রেসিডেন্ট

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার
  • / 11

পুবের কলম ওয়েবডেস্কঃ হিজরি নববর্ষ ১৪৪৪ উপলক্ষে তুরস্কের সব নাগরিক ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা  জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। টুইট বার্তায় এরদোগান বলেন, ‘হিজরি নববর্ষ ১৪৪৪ উপলক্ষে  আমি অন্তর থেকে তুরস্ক ও সারা বিশ্বের মুসলিমদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি।’ এরপর তিনি সবার কল্যাণ কামনা করে  আরও লেখেন, ‘নতুন বছরে মহান আল্লাহর কাছে পুরো মানবজাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।’ শুভেচ্ছা বার্তার শেষে  এরদোগান হ্যাশট্যাগ লিখে হিজরি নববর্ষ ব্যবহার করেন। তুরস্কের প্রেসিডেন্টের ট্যুইট বার্তায় পবিত্র মসজিদুল হারামের ছবি  সংবলিত একটি পোস্টার প্রকাশ করা হয়। তাতে আরবি ও তুর্কি ভাষায় লেখা আছে, ‘শুভ হিজরি নববর্ষ। ’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিজরি নববর্ষের শুভেচ্ছা জানালেন তুর্কি প্রেসিডেন্ট

আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ হিজরি নববর্ষ ১৪৪৪ উপলক্ষে তুরস্কের সব নাগরিক ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা  জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। টুইট বার্তায় এরদোগান বলেন, ‘হিজরি নববর্ষ ১৪৪৪ উপলক্ষে  আমি অন্তর থেকে তুরস্ক ও সারা বিশ্বের মুসলিমদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি।’ এরপর তিনি সবার কল্যাণ কামনা করে  আরও লেখেন, ‘নতুন বছরে মহান আল্লাহর কাছে পুরো মানবজাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।’ শুভেচ্ছা বার্তার শেষে  এরদোগান হ্যাশট্যাগ লিখে হিজরি নববর্ষ ব্যবহার করেন। তুরস্কের প্রেসিডেন্টের ট্যুইট বার্তায় পবিত্র মসজিদুল হারামের ছবি  সংবলিত একটি পোস্টার প্রকাশ করা হয়। তাতে আরবি ও তুর্কি ভাষায় লেখা আছে, ‘শুভ হিজরি নববর্ষ। ’