২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হামাসের রাজনৈতিক কার্যালয় এখন তুরস্কে?

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার
  • / 18

পুবের কলম, ওয়েবডেস্ক:  হামাসের রাজনৈতিক কার্যালয়ের স্থানান্তরণের জল্পনা মিথ্যা। কাতার থেকে তুরস্কে রাজনৈতিক কার্যালয়   স্থানান্তর করার যে খবর  ছড়িয়েছিল তা খারিজ করে দিল এক তুর্কি কূটনীতিবিদ। তিনি এদিন আরও বলেন, উক্ত গোষ্ঠীর সদস্যরা মাঝে মধ্যেই তুরস্কে সফর করেন।

প্রসঙ্গত, গত সপ্তাহেই ‘ফিলিস্তন ও ইসরাইল’ উভয় পক্ষকে দোহা জানিয়েছিল, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি  বিনিময়ের বিষয়ে আন্তরিকতা ও প্রস্তুতি না দেখালে মধ্যস্থতার প্রচেষ্টা করা থেকে স্থগিত থাকবে তারা। আবার অনেক সংবাদ সংস্থা দাবি করেছিল,  হামাসকে দেশ ছাড়ার কথা বলেছিল দোহা। তবে এটা ঠিক নয় বলেও জানা গেছে পরবর্তীতে। ‘হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা মাঝে মধ্যেই তুরস্কে সফর করেন ঠিকই কিন্তু তাদের রাজনৈতিক ব্যুরো তুরস্কে স্থানান্তরিত হয়েছে এই দাবি মিথ্যা বলেই নিশ্চিত করে ওই সূত্র ।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হামাসের রাজনৈতিক কার্যালয় এখন তুরস্কে?

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  হামাসের রাজনৈতিক কার্যালয়ের স্থানান্তরণের জল্পনা মিথ্যা। কাতার থেকে তুরস্কে রাজনৈতিক কার্যালয়   স্থানান্তর করার যে খবর  ছড়িয়েছিল তা খারিজ করে দিল এক তুর্কি কূটনীতিবিদ। তিনি এদিন আরও বলেন, উক্ত গোষ্ঠীর সদস্যরা মাঝে মধ্যেই তুরস্কে সফর করেন।

প্রসঙ্গত, গত সপ্তাহেই ‘ফিলিস্তন ও ইসরাইল’ উভয় পক্ষকে দোহা জানিয়েছিল, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি  বিনিময়ের বিষয়ে আন্তরিকতা ও প্রস্তুতি না দেখালে মধ্যস্থতার প্রচেষ্টা করা থেকে স্থগিত থাকবে তারা। আবার অনেক সংবাদ সংস্থা দাবি করেছিল,  হামাসকে দেশ ছাড়ার কথা বলেছিল দোহা। তবে এটা ঠিক নয় বলেও জানা গেছে পরবর্তীতে। ‘হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা মাঝে মধ্যেই তুরস্কে সফর করেন ঠিকই কিন্তু তাদের রাজনৈতিক ব্যুরো তুরস্কে স্থানান্তরিত হয়েছে এই দাবি মিথ্যা বলেই নিশ্চিত করে ওই সূত্র ।