ফের অশান্তি মণিপুরে, গুলিবর্ষণে জখম এক বিএসএফ জওয়ান

- আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৪, রবিবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: মণিপুরের পরিস্থিতি যে স্বাভাবিক হয়নি তা স্পষ্ট হল শনিবার। ফের অশান্তি, বিক্ষিপ্ত সংঘর্ষ। এদিন কাকচিংয়ে গুলির লড়াই চলাকালীন এক সেনা জওয়ান জখম হয়েছেন বলে খবর। জখম হয়েছে বিএসএফ জওয়ান সোম দত্ত। ওই সেনা হিমাচলের বাসিন্দা। মণিপুরের সুগনু গ্রামে গোলাগুলির ঘটনা ঘটে। গত তিনদিন ধরে ওই এলাকায় বিক্ষিপ্ত অশান্তি চলছে। সূত্রের খবর, শুক্রবার রাতে পাহাড় থেকে কুকিরা মাঝারি মেশিনগান দিয়ে গুলিবর্ষণ করে। মর্টার হামলার পাশাপাশি শেল পড়ে একাধিক বাড়ি ভেঙেছে। বৃহস্পতিবারেও গুলিতে এক বিএসএফ জওয়ান জখম হয়েছিলেন। শুক্রবার রাতে বিএসএফ জওয়ান সোম দত্তের কাঁধে গুলি লাগে। জেনারেল তিওয়ারি অশান্ত মোরেও পরিদর্শন করেন। পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করেন সেনার উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন, ইস্টার্ন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি, ৩ নম্বর কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল হরজিৎ সিংহ শাহী, আসাম রাইফেলসের আইজি দক্ষিণ মেজর জেনারেল রভরূপ সিংহ।