হোয়াইট হাউজে ইফতার ট্রাম্পের

- আপডেট : ২৮ মার্চ ২০২৫, শুক্রবার
- / 117
পুবের কলম, আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর রমজান মাসে মুসলিমদের সম্মানে প্রথম ইফতার পার্টির আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এই ইফতারের আয়োজন করা হয়। ইফতারের নৈশভোজে অংশ নিয়ে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে তার প্রশাসন মুসলিম সম্প্রদায়ের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করছে।’
তিনি আরও বলেন, ‘আমার প্রশাসন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলস কূটনৈতিক কার্যক্রমে নিয়োজিত রয়েছে। ঐতিহাসিক আব্রাহাম চুক্তির ওপর ভিত্তি করেই এমনটা হয়েছে। কিন্তু সবাই বলেছিল এটা অসম্ভব হবে।’ তিনি ইসরাইল এবং আরব রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার কথাও উল্লেখ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘এখন আমরা সেগুলো পূরণ করা শুরু করতে যাচ্ছি।’ রেকর্ড সংখ্যায় তাকে ভোট দেওয়ার জন্য আমেরিকান মুসলিমদের ধন্যবাদ জানান ট্রাম্প এবং বলেন, আমি প্রেসিডেন্ট হিসেবে আপনাদের পাশে থাকব।
আরও পড়ুন: বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনে জাতীয় ছুটির ঘোষণা কেন্দ্রের
যুক্তরাষ্ট্রের মুসলিমরা ঐতিহাসিকভাবে ডেমোক্র্যাটিক পার্টিকে ভোট দিয়ে থাকলেও গত প্রেসিডেন্ট নির্বাচনে তারা ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন। এর মূল কারণ ছিল প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের গাজায় ইসরাইলের যুদ্ধের প্রতি সমর্থনের কারণে ব্যাপক অসন্তোষ।ট্রাম্প বারবার নির্বাচনী প্রচারণায় সংঘাতের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের আগ মুহূর্তে হামাস ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়। যদিও দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতিতে সম্মত না হয়ে ইসরাইল ফের গাজায় হামলা শুরু করেছে।
চলতি মাসে যুদ্ধবিরতি ভেঙে হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। ট্রাম্প এ সময় ইসরাইলের পাশে দাঁড়িয়েছেন। দেশটিকে বিলিয়ন ডলার নতুন সামরিক সহায়তা সরবরাহ করতে চান। তিনি বিতর্কিতভাবে গাজার মালিকানা নেওয়ার এবং সেখানে বসবাসকারী প্রায় ২০ লাখের বেশি ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করার প্রস্তাবও করেছেন। ট্রাম্পের এমন প্রস্তাবকে জাতিগত নিধন হিসেবে দেখছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীগুলো।