নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি: মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসকারী অবৈধ অভিবাসীদের গতকাল ভারতে ফেরাত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সেনাবাহিনীর বিমান সি-১৭ করে ১০৪ জন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের বিতাড়ন ইস্যুতে উত্তাল হল সংসদ। বারেবারে মুলতুবি করতে হয়েছে অধিবেশন। লোকসভায় কংগ্রেস-সহ বিরোধীরা অভিযোগ করেছে, “ভারতীয়দের চরম অপমান করা হয়েছে।”
ভারতীদের দেশে পাঠানোর ঘটনাকে ‘অমানবিক’ বলে মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে বিরোধী সাংসদরা। এদিন দফায় দফায় মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভা। মোদির ‘বন্ধু’ ট্রাম্পের অভিবাসীদের প্রত্যাপর্ণের ঘটনাকে কেন্দ্র করে সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় কংগ্রেস। সাংসদ শশী থারুর বলেন, “এভাবে কোনওদিন ভারতীয়দের ফেরানো হয়নি। আমাদের নাগরিকদের হাতকড়া পরানো চরম অপমান।”
আমেরিকা থেকে গতকালই সেনা বিমানে ফিরেছে সেদেশে বসবসকারী অবৈধ ভারতীয় অভিবাসীরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াজুড়ে ভাইরাল হয়েছে ভিডিয়ো। তাতে দেখা গিয়েছে, পায়ে শিকল ও হাতে হাতকড়ি পরিয়ে নিয়ে আসা হয় সেই অভিবাসীদের। বিরোধিদের অভিযোগ, ‘এই ঘটনা সম্পূর্ণভাবে অমানবিক। তাদের হাতে হাতকড়ি, পায়ে শিকল পরানো ছিল। যা সমস্ত ভারতীয়দের জন্য অপমানজনক একটি ঘটনা। আর এরপরেও চুপ রয়েছেন প্রধানমন্ত্রী।’