পুবের কলম, ওয়েবডেস্কঃ ত্রিপুরার অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লি সফরের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপিশাসিত রাজ্য গণতন্ত্রের কঙ্কালে পরিণত হয়েছে। কথা বলার অধিকার সকলের আছে। আমাদের সাংসদরা কাল রাত থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু অমিত শাহের সঙ্গে কথা বলার সময় হয়নি।
মমতা এদিন বলেন, আজ আমি আমার সাংসদের সঙ্গে কথা দেখা করব। আমি ধরনায় অংশগ্রহণ করব না। তবে আমি ওদের পাশে আছি।
এদিন মমতা বলেন, কেন্দ্রের গা জোয়ারি আমি মানব না। আসলে মানুষকে বিশ্বাস করতে পারছে না বিজেপি। লাগাতার অত্যাচার চালাচ্ছে বিজেপি। আহতদের চিকিৎসা পর্যন্ত দিচ্ছে না। প্রকাশ্যেই গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে। হামলা চালিয়ে অপ্রচার চালাচ্ছে বিজেপি। ত্রিপুরার মানুষ এর জবাব দেবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চারদিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিএসএফ-এর এক্তিয়ার নিয়ে কথা বলার জন্যই দিল্লি যাচ্ছি।