নদিয়ায় তৃণমূল নেতার মাথায় গুলি, অবস্থা আশঙ্কাজনক

- আপডেট : ২৪ মার্চ ২০২২, বৃহস্পতিবার
- / 16
পুবের কলম প্রতিবেদক, নদিয়া: রাতে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল নেতা। তার নাম সহদেব মন্ডল (৩৫)। বাড়ি হাঁসখালি থানার বড় মুড়াগাছা বেলতলা পাড়ায়। বগুলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী তিনি। বুধবার রাতে বাজার থেকে ফেরার পথে তার মাথায় গুলি করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ জানিয়েছে, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য অনিমা মণ্ডলের স্বামী সহদেব মণ্ডল স্থানীয় বাজার থেকে রাত ৮.৩০ নাগাদ বাড়ি ফেরার সময় মাথায় গুলিবিদ্ধ হন।
সঙ্গে সঙ্গে তাকে বগুলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা পরীক্ষা করার পর, উপস্থিত চিকিৎসক সহদেব মন্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার নীল রতন সরকার হাসপাতালে রেফার করেন। তবে তাকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা, তার পর থেকে সংজ্ঞাহীন অবস্থায় আছেন তিনি।
বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ তাঁর মাথায় অস্ত্রোপচার হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সেখানেই তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
সহদেবের আত্মীয়রা জানিয়েছেন, কলকাতায় আনার পথে দু’বার রক্তবমিও করেন তিনি। সারা দিনের কাজ সেরে বাড়ি ফিরছিলেন পেশায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহদেব। রাত ৮টা নাগাদ মুড়াগাছা বাজারে আচমকাই পিছন থেকে এসে গুলি করে হামলা চালিয়ে পালায় দুষ্কৃতীরা।
সহদেবের উপর হামলার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠলেও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এলাকায় কোনও গোষ্ঠী কোন্দল নেই। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই আক্রমণের জন্য দায়ী। বিজেপি-র পক্ষ থেকে শাসকদলের এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।