‘দুর্নীতিমুক্ত সরকার গড়তে চাইলে তৃণমূলই একমাত্র বিকল্প’, মেঘালয় থেকে সরব মমতা

- আপডেট : ১৮ জানুয়ারী ২০২৩, বুধবার
- / 26
পুবের কলম, ওয়েবডেস্ক: আজ মেঘালয় থেকেই ফের কেন্দ্রের বিরুদ্ধে একের পর তোপ দেগে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতিমুক্ত সরকার গড়তে চাইলে তৃণমূলই একমাত্র বিকল্প। রাজনীতি আমার পেশা নয়, আমার প্যাশন। আমি জানি আপনারা রাজনৈতিকভাবে ক্ষুধার্ত। মমতা বলেন, নির্বাচনের আগে ওরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমার ওপরে অনেক হামলা হয়েছে। তাও আমি রাজনীতি থেকে সরে আসিনি। কারণ আমি মানুষের পাশে থাকার জন্য রাজনীতি করি। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি পাঁচ বছরে কি কাজ করেছে, তার রিপোর্ট কার্ড দেখাক। আমি কোনদিন দুর্নীতির সঙ্গে আপস করিনি। তৃণমূলই একমাত্র আপনাদের উন্নত প্রশাসন দিতে পারে।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, নির্বাচনে আগে বলেছিল ডবল ইঞ্জিন সরকারের কথা। বিজেপি হল প্রস্কির সরকার। আপনার নিশ্চই এই দুর্নীতিগ্রস্ত সরকারকে বদলাতে চান। আমি মানুষের পাশে থাকার জন্য রাজনীতি করি। আমি আপনাদের প্রতিশ্রুতি পূরণ করেছি।
মেঘালয়ে প্রথম নির্বাচনী জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। গারো পাহাড়ে মেন্দিপাথার বিধানসভা কেন্দ্রে প্রচার করছেন। মেঘালয়ে মোট ৬০টি বিধানসভা আসন আছে। তাতে ৫৫ টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল।
বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মধ্যেই আজ মেঘালয়ে আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ের তুরাতে তাঁদের সভা।