৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন দাখিল করতে না দেওয়ার প্রকাশ্য হুমকি তৃণমূল সহ সভাপতির

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ জুলাই ২০২১, মঙ্গলবার
  • / 7

দেবশ্রী মজুমদার, লাভপুর : তৃণমূল সহ সভাপতি মান্নান হোসেন বিতর্কিত বক্তব্যের জন‍্য অখ‍্যাত। বিগত দিনেও হুমকি দিতে অকুতোভয় ছিলেন তিনি। এবার বিধায়কের উপস্থিতে প্রকাশ্য মঞ্চ থেকে তিনি বলেন, “আমার তোমার বলে কিছু নেই ।এবার পঞ্চায়েত নির্বাচনে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নমিনেশন ফাইল করবে। কেউ বিরোধী যদি নমিনেশন ফাইল করতে যায়। পরিস্কার ভাষাতে জানিয়ে রাখছি পুরো হাফ করে দেব। ” কয়েকদিন ব্যাপী লাভপুর বিধানসভার অন্তর্গত একাধিক অঞ্চলে বিজেপি থেকে তৃণমূলে চলেছে যোগাদান পর্ব। এই যোগাদান মঞ্চ থেকে বীরভূম জেলার তৃণমূল সহ সভাপতি আব্দুল মান্নান হোসেন বিধায়কের উপস্থিতে বিরোধীদের হুমকি দেওয়ায় শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক।
বিজেপি সভাপতি ধ্রুব সাহা জানান, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই ভিডিও পাঠাবেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, উস্কানিমূলক এই বক্তব্যের পর যদি বীরভূমের কোনো প্রান্তে বিজেপি কর্মীদের উপর হামলা হয়, তার জন্য দায়ী থাকবেন তৃণমূল সহ সভাপতি মান্নান হোসেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন দাখিল করতে না দেওয়ার প্রকাশ্য হুমকি তৃণমূল সহ সভাপতির

আপডেট : ২৭ জুলাই ২০২১, মঙ্গলবার

দেবশ্রী মজুমদার, লাভপুর : তৃণমূল সহ সভাপতি মান্নান হোসেন বিতর্কিত বক্তব্যের জন‍্য অখ‍্যাত। বিগত দিনেও হুমকি দিতে অকুতোভয় ছিলেন তিনি। এবার বিধায়কের উপস্থিতে প্রকাশ্য মঞ্চ থেকে তিনি বলেন, “আমার তোমার বলে কিছু নেই ।এবার পঞ্চায়েত নির্বাচনে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নমিনেশন ফাইল করবে। কেউ বিরোধী যদি নমিনেশন ফাইল করতে যায়। পরিস্কার ভাষাতে জানিয়ে রাখছি পুরো হাফ করে দেব। ” কয়েকদিন ব্যাপী লাভপুর বিধানসভার অন্তর্গত একাধিক অঞ্চলে বিজেপি থেকে তৃণমূলে চলেছে যোগাদান পর্ব। এই যোগাদান মঞ্চ থেকে বীরভূম জেলার তৃণমূল সহ সভাপতি আব্দুল মান্নান হোসেন বিধায়কের উপস্থিতে বিরোধীদের হুমকি দেওয়ায় শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক।
বিজেপি সভাপতি ধ্রুব সাহা জানান, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই ভিডিও পাঠাবেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, উস্কানিমূলক এই বক্তব্যের পর যদি বীরভূমের কোনো প্রান্তে বিজেপি কর্মীদের উপর হামলা হয়, তার জন্য দায়ী থাকবেন তৃণমূল সহ সভাপতি মান্নান হোসেন।